আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনে অংশগ্রহণ না করা ছিল বিএনপির মারাত্মক ভুল

৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করা ছিল বিএনপির একটি মারাত্মক ভুল বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ দুপুরে ময়মনসিংহের ত্রিশাল শহরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজের প্রথম সেতুটির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মতো একটি বড় দল আজ সংসদে নেই, এটা আমরা উপলব্ধি করছি। তারা সরকারে না থাকলেও বিরোধী দলে থাকত।’  বিএনপি উপজেলা নির্বাচনে আসায় তাদের স্বাগত জানিয়ে

যোগাযোগমন্ত্রী বলেন, বিএনপি সরকারকে অবৈধ বলছে এবং নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলছে। অথচ এই নির্বাচন কমিশনের অধীনেই তারা নির্বাচন করে পাঁচটি সিটি করপোরেশনে জয়ী হয়েছে।

ত্রিশাল সদরে সুতিয়া নদীর ওপর পাঁচ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৬০ মিটার দীর্ঘ সেতু উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার, জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন সড়কের প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, ময়মনসিংহের পৌর মেয়র ইকরামুল হক, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, ত্রিশালের ইউএনও নাসির উদ্দিন, জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন সড়কের প্রকল্প ব্যবস্থাপক মনোয়ারুজ্জামান প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.