আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই

তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল এমপি মজিবুর রহমান চৌধুরী (নিঙ্ন চৌধুরী) বলেছেন, আমি বিদ্রোহ করেছি, এমপি হয়েছি উন্নয়নের জন্য। আমার নির্বাচনী এলাকা ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনের মানুষ প্রতিদিন নদী ভাঙনের সঙ্গে লড়াই করে জীবনযাপন করে। কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। তারা নদীভাঙন রোধ করতে কার্যকর পদক্ষেপ চায়, বেড়িবাঁধ চায়, রাস্তা চায়, বিদ্যুৎ চায়, উন্নয়ন চায়। তিনি আরও বলেন, মারো-কাটো রাজনীতি বাদ দিয়ে আমি উন্নয়নের রাজনীতি চাই।

সব দলের সঙ্গে রাজনৈতিক সুসম্পর্ক চাই। রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই। স্বাধীনতার ৪২ বছর হয়ে গেছে। এবার আমাদের থামা উচিত। রাজনৈতিক হানাহানি, গণ্ডগোল বন্ধ হওয়া উচিত।

যে দরিদ্র জনগণ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠায় তাদের প্রতি দায়িত্বশীল হওয়া উচিত। গত পাঁচ বছর বিরোধী দল সংসদে যায়নি। সংসদকে কার্যকর ও অর্থবহ সংসদে পরিণত করা উচিত। রাজনৈতিক বক্তব্যের জন্য মাঠ-ময়দান-রাজপথ আছে। সংসদ হওয়া উচিত জাতীয় উন্নয়নে বিতর্কের স্থান।

আমি সংসদে আমার এলাকার জনগণের বঞ্চনা ও উন্নয়নের দাবিগুলি নিয়ে কথা বলব। চরভদ্রাসন, দিয়ারা নারকেল বাড়ি, নাসিরাবাদে প্রতিদিন মানুষ জমি-জমা ভিটামাটি হারাচ্ছে। এজন্য ভেড়ি বাঁধ, নদীশাসন দরকার। এই নদীশাসনসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সব দলের অংশগ্রহণে স্থায়ী উন্নয়নের রোডম্যাপ হওয়া দরকার। আমি সে কথা বলব।

কারণ নদী যখন ভাঙে কে কোন দল করে তা দেখে ভাঙে না, এতে ক্ষতিগ্রস্ত হয় দেশের মানুষ। মানুষের দুর্ভোগ কমাতে কাজ করব। এসব প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখব। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারেও এ দেশের গরিব মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলেছেন। তবে আওয়ামী লীগ করলেও আমি যদি কোথাও সরকারের ক্রুটি বিচ্যুতি দেখি অবশ্যই তার প্রতিবাদ করব।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.