আমাদের কথা খুঁজে নিন

   

কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি নোটিশ

দিলি্লর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রাক্তন বিজেপি সভাপতি নীতিন গড়তাড়ি। গতকাল নিজের আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান বর্ষীয়ান এই নেতা। নোটিশে লেখা হয়েছে, এই ধরনের (দুর্নীতিবাজ) মন্তব্যের জন্য তিনদিনের মধ্যে প্রকাশ্যে সংবাদপত্র ও সংবাদ চ্যানেলে ক্ষমা চাইতে হবে। এছাড়া, দুর্নীতিগ্রস্ত নেতাদের তালিকা থেকে গড়কাড়ির নাম প্রত্যাহারের কথাও বলা রয়েছে। দিলি্লর মুখ্যমন্ত্রী নীতিন গড়কাড়ির ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ ধরনের মন্তব্য করেছেন, যা মিথ্যা, মানহানিকর বলেও নোটিশে অভিযোগ করা হয়। উল্লেখ্য, শুক্রবার সকালে দিলি্লর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম করে তাদের 'দুর্নীতিগ্রস্ত' বলে অভিহিত করেন। নীতিন গড়কাড়ি ছাড়াও সেই তালিকায় রয়েছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, পি চিদম্বরম, সুশীল কুমার শিণ্ডে, সমাজবাদী পার্টির প্রধান মুলায়াম সিং যাদব প্রমুখ। টাইমস অব ইন্ডিয়া

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.