আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ সন্ধ্যায়

বাড়ছে বয়স নদীর ঘাটে/দুলছে নদী ছলাত্ ছলাত্/মাঝির দল বাইছে বয়স/বৈঠাবিম্বের অহল্যা পেয়াস। [লেখালেখির স্বত্ব © সংরক্ষিত]


সন্ধ্যারা ফিরে যাবে রাস্তায়
ল্যাম্পপোস্ট নিয়ন আলো, কিনে নিবে সস্তায়
নধর সুখের মধ্যবিত্ত উপন্যাস, মেনে নিবে শত অন্যায়
বিলোল স্পন্দনা প্রেম তুই, আসবি এক অবেলায়

জড়িয়ে আসঙ্গের উদান
ইনবক্স হবে যাঁর বসন্ত, তুই-আমি নিরুপায় প্রাণবন্ত
মাঝারী বাতাসের সাইক্লোন, কেড়ে নিবে
কিছুটা অলক্ষ্যের মুহূর্ত
সরল গদ্যের নিসর্গ- চিরকাল
বিনিময়ের অভিধা ব্যাসক্ত
কেনো ? কোন ? উত্তরে সচিত্র
তাই

ঊনাশিতম আমি ভুলে যাই
কৌণিক উদ্ভাসের যৌবনা লগ্ন
প্রভাতে যা ছিলো অকৃপণ শুদ্ধ
উপভোগের জঙ্গলে প্রাপ্তির বৈচিত্র্য

ততোদূর ছড়িয়ে আলিঙ্গন-
কতিপয় লজ্জা অথবা সামান্য
তিলোত্তমা নগরীতে পড়ে থাকে
আমাদের কুড়ি বছরের অসুখী প্রবন্ধ

শ্রোতার ভাষায় আমরা সুখ কারিগর
অথচ তুই-আমি, পাণ্ডুলিপির সোহাগে তখনো জীর্ণ শীর্ণ
অজান্তে উদ্বেলিত অশ্রুকে ছুঁয়ে যাওয়া প্রেমাতস; অকৃতজ্ঞ !
মলাটবিহীন বেদনার প্রপঞ্চে
পথ শেষের লোপাট নিকেতন, উনুনের সান্ধ্য বিকিরণে

আমাদের একাকীত্বের শীত বর্ষা অথবা আহুত গ্রীষ্ম
হঠাত সন্ধ্যার বৈপরীত্য ।।


ড. জোবায়েদ-অর-রশিদ
১৯ মাঘ ১৪২০
ছবিসূত্র: ইন্টারনেট|
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।