আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বর্ণমালা গুলো সংগ্রহে রাখুন । আসুন ভাষার এই মাসে ফেসবুক কে সাজাই নিজের বর্ণমালা দিয়ে ।

বিশেষ কিছু না । আমি চাই সবাই যেন নিজের প্রোফাইল পিকচার আমাদের নামের প্রথম অক্ষর দিয়ে সাজাই । এতে করে চারদিক ছেয়ে যাবে "অ" "আ" "ক" "খ" দিয়ে ।
আমারা চাই অন্তত ২১ এ ফেব্রুয়ারি এর আগে সবার প্রোফাইল এর ছবি তার নিজের নামের প্রথম অক্ষর দিয়ে হোক ।
_______________কিছু কথাঃ
অনেকে দেখে হয়তো বলবেন , ভাষার মাস এলেই ভাষার প্রতি এত টান আসে , সারা বছর কথায় থাকে ??
তবে ভাই শুনুন , মানছি আমাদের লিমিটেশান আছে ।

সবাই ব্যাস্ত নিজেকে নিয়ে । এটাই জিবনের নিয়ম । আমরা অবশ্যই আমাদের ভাশাকে ভালবাসি । সেটা আছে আমাদের অন্তরে । যেমন আমাদের মাকে আমরা অনেক ভালবাসি কিন্তু তাকে কখনো বলতে হয়না মা আমি তোমাকে অনেক ভালবাসি ।


আশা করি আমি কি বঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন ।
-------------------
তো আর দেরি কেন ?? এখনি নিজের ভাষার বর্ণ দিয়ে সাজিয়ে নিন নিনের প্রোফাইল পিকচার ।
যার যেটা লাগবে কমেন্ট করুণ আমি ছবি দিচ্ছি ...
এক এক করে ইভেন্ট এ সব বর্ণ আপলোড করে দিচ্ছি ...
ইভেন্ট এ যোগ দিতে এই লিঙ্ক এ যান >> http://on.fb.me/1fyfDXq
সবাই কে ইভেন্ট এর নিমন্ত্রণ পাঠান ।
*** অ আ এই বর্ণ গুলোর জন্য ,
এসেছিল একুশ , এসেছিল বায়ান্ন ।
সব বর্বমালার এক এক করে ছবি পেতে এই লিঙ্ক এ যান >> http://on.fb.me/MMuCmy
সব বর্ণমালার একসাথে ছবি পেতে এই লিঙ্ক এ যান >> http://bit.ly/1ltHOw3 (ড্রপবক্স লিঙ্ক)
সবাই ভাল থাকুন , সুস্থ থাকুন ।


ভালবাসুন নিজের দেশকে , ভালবাসুন নিজের ভাষাকে ।
যদি কোন কিছু বলার থাকে তবে কমেন্ট করুণ , কিনবা আমি আছি ফেসবুকে ,
আমার ফেসবুক আইডি লিঙ্ক >> https://www.facebook.com/dhimanda ..
ধন্যবাদ সবাইকে ...

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।