আমাদের কথা খুঁজে নিন

   

মায়া ত্যাগের জ্ঞান

ঈশ্বরই জ্ঞান , জ্ঞানই আত্মা। মানুষ মাত্রই জ্ঞানী। আমি মানুষ,আমার ঔরসে জন্মায় দেবতার কারিগর।

মানুষের দাবী পৃথিবীতে মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। আসলেই কি তাই ?

মানুষ বুদ্ধিমান তার প্রমাণ কি ? মানুষের কাজ ।

মানুষ কি কাজ করে ? কেন করে ? এবং এই কাজের শেষ কি ? মানুষ কাজ করে নিজের জন্য , নিজের সংসারের জন্য, সংসারের নিজের সুখের জন্য। মানুষের এত মেধা শ্রম সব নিজেকে ঘিরেই।

পৃথিবীর অন্য কোন প্রাণী নিজের জন্য বা সংসারের জন্য এত মেধা শ্রম ব্যয় করেনা। এক কথায় পৃথিবীর অন্য কোন প্রাণীর সংসারই নেই। মানুষ বলে ওরা অবুঝ প্রাণী সংসার বোঝেনা।

কিন্তু বিষয়টি অন্য রকমও তো হতে পারে।

মানুষ,মানুষের সংসার,মানুষ মরে গেলেই সব শেষ। মৃত্যুর পর সংসারের সাথে মানুষের আর কোন লেন দেনই থাকেনা। তাহলে কিসের এত কষ্ট এত সাজানো , এত মেধা শ্রম ব্যয় করে এত সাধনা, সংসারের এত মায়া !! সব কিসের জন্য মরে গেলেই তো সব অর্থহীন।

এই সহজ সত্য টুকু মানুষ জানে কিন্তু মেনে নিতে পারেনা।

কিন্তু হয়ত এই সত্যটুকু মানুষ ছাড়া পৃথিবীর বাকী প্রাণীকুল জানে বিশ্বাস করে এবং মেনে নিয়েছে। তাই তারা অযথা শ্রম মেধা ব্যয় করে মিথ্যা মায়ায় জড়ায় না। হয়ত আমরা নিজেদের ভাষা আছে মেধা আছে বলে গর্ব করি হয়ত ওরা এ অধ্যায় বহু আগেই পার হয়ে গেছে ওদের যোগাযোগ মাধ্যম হয়ত আরও বহু উন্নত। ওরা ওদের জ্ঞান দিয়ে বুঝে নিয়েছে ক্ষণস্থায়ী এই পৃথিবীতে মিথ্যা মায়া ছাড়া কিছুই নেই , তাই ওরা সমাজ সংসার নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয়। আসতে হয় বলে পৃথিবীতে আসা, থাকতে হয় বলে বেঁচে থাকা আর ন্যূনতম কিছু বিষয় যেমন খাদ্য , বংশ বিস্তার জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ।

কিন্তু ওরা জানে এর কোন অর্থ নেই। তাই ওরা আর এ নিয়ে ভাবেইনা। বাকী প্রাণীকুল হয়ত আয়ত্ত করে ফেলেছে মায়ায় না জড়ানোর জ্ঞান ।

আমরা যে সংসারকে সাজিয়ে নিজেদের সর্ব শ্রেষ্ঠ বুদ্ধিমান ভাবি হয়ত বাকী প্রাণীকুল বা আমার বাড়ির রাস্তার কুকুর বেড়াল হয়ত আমাদের বোকামি নিয়ে হাসে । আমরা অন্য প্রাণীর নিরবুদ্ধিতা নিয়ে হাসি , বোকা বোঝানর জন্য বলি গাধা , ছাগল ।

হয়ত অন্য বাকী প্রাণীরা বোকা বোঝানোর জন্য সগোত্রীয় অন্য প্রাণীকে বলে , দেখো বোকাটা মানুষের মত করছে !

কিন্তু কেবল একটি জায়গাতে মানুষকে শ্রেষ্ঠ বলে স্বীকৃতি দেয়া হয়েছে তা হল ধর্ম । ধর্ম বিষয়টি কেউ মানে কেউ মানেনা। কিন্তু কিন্তু বাস্তব সত্য কেবল ধর্মই মানুষকে শ্রেষ্ঠ বলে সরাসরি স্বীকৃতি কোন কারন বা ব্যখ্যা ছাড়াই।

আর যদি ধর্মের এই দাবী বা ধর্মকে অস্বীকার করি তখন প্রশ্ন দাড়ায়

যে মিথ্যে মায়ার সংসার নিয়ে মানুষ স্বপ্ন দেখে সাধনা করে সেই মানুষ কি বুদ্ধিমান ?

না বাস্তবতা "সংসার মিথ্যা মায়া"এই সত্য মেনে নিয়ে জীবন সংসারকে তুচ্ছ জ্ঞান করা বাকী প্রাণীকুল ?

বা ওরা আমাদের চেয়ে বেশী বুদ্ধিমান যারা আয়ত্ত করেছে মায়া ত্যাগের জ্ঞান ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।