আমাদের কথা খুঁজে নিন

   

মায়া

রামকানাই পন্ডিত জীবন মানে, সুখের মোহ দুঃখ কষ্টের খেলা- জীবন মানে, চলতি পথে ভুলের পাহাড় গড়া! জীবন মানে, ধোঁয়ার আসর এলো মেলো বসা- জীবন মানে, নগ্ন আকাশ জোস্না পানে চাওয়া! জীবন মানে, ভরাট পেয়ালা অবুঝ কথার বন্যা- জীবন মানে, অট্ট হাসি জমাট বাধা কান্না! জীবন মানে, অথৈ সাগর একলা ভেলায় ভাসা- জীবন মানে, আর কিছু নয় শুধুই অলীক মায়া!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।