আমাদের কথা খুঁজে নিন

   

"where there is zero , there is a real hero"

জীবনে কিছু পাওয়ার জন্য কিছু হারানো অনেক জরুরি । এক তরফা পৃথিবীতে কিছু হয়না । এটা আমরা বারবার বুঝতে পেরে ও কিছু হারানো কে মেনে নিতে পারি না । আসলে এটা হল rules of world ... চিন্তা করছে নতুন মেম্বার হিসেবে একটা নতুন গল্প লিখব । কিন্তু লিখার জন্য কিছু খুঁজে পাচ্ছি না ।

প্রথমে চিন্তা করলাম একটা প্রেমের গল্প লিখব । কারন Facebook এ Popularity অর্জনের জন্য প্রেমের গল্প সবচেয়ে বেশি উপযোগী । এক একটা প্রেমের গল্পে প্রচুর Likes and Comments থাকে । তাই প্রেমের গল্প দিয়ে যতি Popularity অর্জন করা যায় !!! যাইহোক , প্রেমের গল্প লিখতে হলে আগে প্রেম করা দরকার,প্রেম সম্পর্কে ধারনা থাকা দরকার । আমি তো আবার প্রেম নামক মহাওষুধের সাথে অপরিচিত ।

তাই লিখা হল না প্রেমের গল্প । তাছাড়া False কাহানি বানিয়ে লিখার কোন শখ আমার নাই । Then চিন্তা করলাম একটা শিক্ষণীয় গল্প লিখব । এটা নিয়ে ও ভাবলাম অনেক্ষন । তার ফলাফল ও বরাবরের মত Zero ... হঠাৎ মনে হল সারের বিখ্যাত সেই লাইন "where there is zero , there is a real hero". আগে কখন ও এটা প্রয়োগ করতে পারি নাই ।

তারপর ও Real hero টাকে একটু খুঁজে দেখলাম। অল্প কিছুক্ষনের মধ্যে Real hero এর সন্ধান পেলাম । তা হল ওপরের লিখার মধ্য প্রেমের গল্প অ্যান্ড শিক্ষণীয় গল্প দুইটাই আছে । প্রথমে, শিক্ষণীয় হল ""যা বুঝেন না , তা নিয়ে ব্লকে লিখবেন না বা মন্তব্য করবেন না"" {যেমনটা আমি প্রেম বুঝি না তাই লিখি নাই} দিতীয়ত্ব, প্রেমের বিষয়টা হল ""আমার গল্প পড়ে আপনার পছন্দ হোক না হোক আপনার একটা Comment লিখতে ইচ্ছা হবে নতুনকে বরণ করার জন্য, আর সেটাই হল আমার প্রতি ভালবাসা বা প্রেম । হা হা হা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।