আমাদের কথা খুঁজে নিন

   

সুদের হারে পরিবর্তন দরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সুদের হার পরিবর্তন হওয়া দরকার। সুদের হার বৃদ্ধি থাকা আমাদের চরিত্রে এসে গেছে। ব্যাংকের লোকজনের মুনাফা অর্জনের প্রত্যাশা খুবই বেশি।

তিনি আজ সন্ধ্যায় সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (বিসিসিআই) নবনির্বাচিত কমিটির সঙ্গে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন।

অর্থমন্ত্রী সেখানে আগামী অর্থবছর থেকে করপোরেট কর কমানোর ইঙ্গিত দিয়ে বলেন, করপোরেট কর মোটেই যথোপযুক্ত নয়। এবার এটা পরিবর্তন হবেই।

বৈঠকে ঢাকা চেম্বারের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন চেম্বারের সভাপতি মো. শাজাহান খান।

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওসামা তাসীর এবং সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, পরিচালক আবুল হোসেন, হায়দার আহমদ খান, এফসিএ, মো. ইফতেখারউদ্দিন (নওশাদ), হুমায়ুন রশীদ, মো. সবুর খান, নেসার মাকসুদ খান, রিজওয়ান-উর রহমান, মুক্তার হোসেন চৌধুরী, এস রুমি সাইফুল্লাহ, হোসেন এ সিকদার, মো. শোয়েব চৌধুরী, এ কে ডি খায়ের মোহাম্মদ খান এবং কে জি করিম সভায় উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.