আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশও ছেড়ে কথা বলবে না : ম্যাথুস

ঢাকার ধারাবাহিকতা চট্টগ্রামেও ধরে রাখতে চায় শ্রীলঙ্কা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট জিতে ২-০ ম্যাচ সিরিজ নিজেদের করে রাখতে চায় লঙ্কানরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে লঙ্কানদের এ প্রত্যাশার কথা জানান অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুস। তিনি বলেন, 'প্রথম টেস্টে ইনিংস ও ২৪৮ রানের জয় আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। দলের প্রত্যেক সদস্য পরের টেস্টে ভালো করার জন্য উম্মুখ হয়ে আছে।

আমরা প্রথম টেস্টের মত ভালো খেলে এ টেস্টেও জয়ের জন্য চেষ্টা করব। '

প্রথম টেস্টে বাজেভাবে হারালেও চট্টগ্রামে টাইগারদের খাটো করে দেখতে চান না লঙ্কান অধিনায়ক ম্যাথুস। তিনি বলেন, 'বাংলাদেশের হারানোর কিছু নেই। ওরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং আমাদের চ্যালেঞ্জ জানাবে। ওরা ঘরের মাঠে ভালো খেলে।

তাই ওদের কাছ থেকে শক্ত চ্যালেঞ্জ আসবে ধারণা করছি। '

চট্টগ্রামের দ্বিতীয় টেস্টে জয়ের জন্য মানসিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েছেন লঙ্কান অধিনায়ক। তিনি বলেন, 'এ ম্যাচে মানসিক দৃষ্টিভঙ্গি হবে খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রথম টেস্টের মতো এখানো তা করতে পারি, ম্যাচে আমরা জয়ী হব। কিন্তু চট্টগ্রামের পরিবেশ, মাঠ এবং কন্ডিশন সম্পূর্ণভাবে আলাদা।

তাই আমরা চেষ্টা করব দ্রুত এ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। ম্যাচ জিততে হলে একই সঙ্গে ভালো পারফর্মও করতে হবে। '

চট্টগ্রামের এ উইকেটকে ব্যাটিং স্বর্গ উল্লেখ করে তিনি বলেন, 'উইকেট খুব ভালো। প্রথম দুই তিন দিন উইকেট ব্যাটসম্যানদের অনুকূলে থাকবে। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বল নিচু এবং মন্থর হয়ে যাবে।

'

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ উইকেট নেওয়া দুই বোলার রঙ্গনা হেরাথ ও শামিন্দা ইরাঙ্গা চোটের কারণে দেশে ফিরছে। এটিকে মোটেই পাত্তা দিলেন না ম্যাথুস। তিনি বলেন, 'ইনজুরির কারণে দু'জন বোলার খেলতে পারবে না। তবে আমাদের যথেষ্ট পেসার রয়েছে। 'চট্টগ্রাম টেস্টে দলে ফিরছে শ্রীলঙ্কান স্পিন উইজার্ড অজন্তা মেন্ডিস।

তার ফেরা নিয়ে উচ্ছ্বসিত লঙ্কান অধিনায়কও। বললেন, 'মেন্ডিসের ফিরে আসাটা আমাদের জন্য অনুপ্রেরণার। '

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.