আমাদের কথা খুঁজে নিন

   

সাঙ্গাকারার শতকের অর্ধশতক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০তম শতকে পৌঁছান সাঙ্গাকারা।

১৬টি ওয়ানডে শতকের অধিকারী সাঙ্গাকারার টেস্ট শতক ৩৪টি।

ঢাকায় গত টেস্টেই সর্বশেষ ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব দেখিয়েছিলেন তার সতীর্থ মাহেলা জয়াবর্ধনে।

এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন শচীন টেন্ডুলকার (১০০), রিকি পন্টিং (৭১), জ্যাক ক্যালিস (৬২) ও ব্রায়ান লারা (৫৩)।

ঢাকায় ৩৩তম শতক করে টেস্টে সাঙ্গাকারাকে স্পর্শ করেছিলেন জয়াবর্ধনে।

চট্টগ্রামেই সাঙ্গাকারা তাকে ছাড়িয়ে যেতে পারেন বলে জানিয়েছিলেন তিনি।

“দু জনের লড়াইটা আমরা খুব উপভোগ করি। হয়তো পরের টেস্টেই সে আমাকে ছাড়িয়ে যেতে পারে। ”

একজন অন্যজনকে ভালো খেলার জন্য তাড়িয়ে বেড়ানো উপভোগ করেন সাঙ্গাকারাও। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বো টেস্টে ৬২৪ রানের বিশ্বরেকর্ড গড়া জুটির সঙ্গীকে চট্টগ্রামে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন সাঙ্গাকারাও।

“এই প্রতিযোগিতা দলের জন্য খুব স্বাস্থ্যকর। আমরা দুজনই ভাগ্যবান দীর্ঘ সময় ধরে আমরা মনযোগ ধরে রাখতে পেরেছি এবং শ্রীলঙ্কার জন্য রান করে যাচ্ছি। ”

সাঙ্গাকারা-জয়াবর্ধনে জুটি

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ১৭৮ রানের জুটির সুবাদে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন-রিকি পন্টিং ও ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেইন্সের পাশে বসেছেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা। এদের টেস্টে শতরানের জুটি ১৬টি। সর্বোচ্চ ২০টি শতরানের জুটি ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের।

আর ৪০ রান হলেই চতুর্থ জুটি হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করবে সাঙ্গকারা-জয়াবর্ধনে। এই আগে এই কৃতিত্ব দেখিয়েছেন টেন্ডুলকার-দ্রাবিড়, গ্রিনিজ-হেইন্স ও হেইডেন-জাস্টিন ল্যাঙ্গার।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।