আমাদের কথা খুঁজে নিন

   

সাঙ্গাকারার শতকে শ্রীলঙ্কার টানা দ্বিতীয় জয়

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৪ রান করে ভারত। জবাবে ৪ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

লাহিরু থিরিমান্নের সঙ্গে কৌশল পেরেরার ৮০ রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে সাঙ্গাকারার সঙ্গে ৫৪ রানের আরেকটি চমৎকার জুটি গড়েন কৌশল (৬৪)।

৩১ ওভার শেষে ২ উইকেটে ১৪৮ রান করা শ্রীলঙ্কার জয়ের নায়ক সাঙ্গাকারা।

অন্য বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও তিনি আউট হয়েছেন দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে।

১৮তম শতকের দেখা পাওয়া সাঙ্গাকারার ৮৪ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংসটি সাজানো ১২টি চার ও একটি ছক্কায়।

সাঙ্গাকারার বিদায়ের সময় প্রয়োজন ছিল ৯ বলে ৭ রান। অজন্তা মেন্ডিসকে নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দিতে সমস্যা হয়নি থিসারা পেরেরার।

ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সামি।

তবে জাদেজা মাত্র ৩০ রান দিলেও সামির খরচ ৮১ রান।

এর আগে দ্বিতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলির (৪৮) সঙ্গে ৯৭ ও তৃতীয় উইকেটে অজিঙ্কা রাহানের (২২) সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিলেন শিখর ধাওয়ান।

কিন্তু ৩৫ ওভার শেষে ২ উইকেটে ১৭৫ রানের স্বস্তিকর জায়গায় দাঁড়িয়ে থাকলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত সংগ্রহ গড়তে পারেনি টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ধাওয়ানকে বিদায় নিতে হয়েছে হতাশা নিয়ে। মাত্র ৬ রানের জন্য ষষ্ঠ ওয়ানডে শতকের দেখা পাননি ভারতের বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

অজন্তা মেন্ডিসের বলে বোল্ড হয়ে বিদায় নেয়া ধাওয়ানের ১১৪ বলে ৯৪ রানের আক্ষেপভরা ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা।

এক সময় ৭ উইকেটে ২১৫ রানে পরিণত হলেও রবীন্দ্র জাদেজা (২২*) ও রবিচন্দ্রন অশ্বিন (১৮) দলকে আড়াই শ’ পেরোতে সাহায্য করেছেন।

৬০ রানে ৪ উইকেট নিয়েছেন অজন্তা মেন্ডিস। শ্রীলঙ্কার আরেক স্পিনার সচিত্রা সেনানায়েকের শিকার তিনটি, ৪১ রানের বিনিময়ে।


সংক্ষিপ্ত স্কোর:

ভারত
: ৫০ ওভারে ২৬৪/৯ (রোহিত ১৩, ধাওয়ান ৯৪, কোহলি ৪৮, রাহানে ২২, রাইডু ১৮, কার্তিক ৪, জাদেজা ২২*, বিনি ০, অশ্বিন ১৮, ভুবনেশ্বর ০, সামি ১৪*; অজন্তা ৪/৬০, সেনানায়েকে ৩/৪১, চতুরঙ্গ ১/৫১, মালিঙ্গা ১/৫৮)

শ্রীলঙ্কা
: ৪৯.২ ওভারে ২৬৫/৮ (কৌশল ৬৪, থিরিমান্নে ৩৮, সাঙ্গাকারা ১০৩, জয়াবর্ধনে ৯, চান্দিমাল ০, ম্যাথিউস ৬, সেনানায়েকে ১২, চতুরঙ্গ ৯, থিসারা ১১*, মেন্ডিস ৫*; জাদেজা ৩/৩০, সামি ৩/৮১, অশ্বিন ২/৪২)

ম্যাচ সেরা
: কুমার সাঙ্গাকারা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।