আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন যাবে বাড়ি : ছুটিতে দেশে ফেরার কথা

স্বপ্ন দেখে সময় পার করিনা, সামনে এগিয়ে যেতে চাই তাই কাজ করে সময় পার করি।

আর মাত্র এক সপ্তাহ! তারপরই শুরু হবে ছুটিতে বাড়ি ফেরার সেই স্বপ্নীল যাত্রা। যদিও মাত্র ২০ দিনেরই জন্য কিন্তু তাতে কি? পরিবার-প্রিয়জনের সাথে সময় কাটাবো, মায়ের হাতের রান্না খাব, নিজের প্রিয় শহরে ঘুরব.........আহা! ভাবতেই মনটা আনন্দে ভরে উঠছে।

দেশে ফেরা মানেই ব্যাপক প্রস্তুতি আর প্রস্তুতির অপর নাম শপিং! এক মাস আগে থেকে শুরু হওয়া শপিং আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল। পরিবার-প্রিয়জনের জন্য শপিং করার মজাই আলাদা।

ছোট-বড় সবার জন্যই কিছু না কিছু আছে আমার ঝোলায়।

অফিসিয়াল কিছু কাজও করতে হয়েছে। ছুটিতে কিছু ফিল্ড ওয়ার্ক থাকায় ছুটিটা অফিসিয়ালি ফিল্ড ট্যুরে পরিনত হয়েছে। ফলস্বরূপ ট্যুরের যাতায়াত জনিত খরচটা পেয়েছি অর্গানাইজেশন থেকে যা শপিংয়ের পালে কিছুটা বাড়তি হাওয়া যুগিয়েছে।

১২ তারিখ রাত ১০টায় যাত্রা শুরু হবে দেরাদুন থেকে।

কুয়াশার কারনে দেরী না হলে ১৪ তারিখ সকালে কলকাতা আর বিকালের মধ্যে খুলনাতে পৌছে যাব আশা করছি।

কয়েকদিন ধরেই স্বপ্ন যাবে বাড়ি গানটি শুনছি আর অপেক্ষায় ১২ তারিখের। শুধু স্বপ্নই নয়, আমিও যাব বাড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.