আমাদের কথা খুঁজে নিন

   

ঘুণপোকা বহু আগে কেটে দিয়েছে সম্ভ্রমের ফিতা

কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড


অনাচার ছোপ রাখে অনাঘ্রাত চিবুকে
দারুণ কালো চোখের নিচে ঢের কালো রাত্রি জাগরণের দাগ
বিষণ্ণ বুক কতটা ঢলঢলে আমি দেখতে পাইনি তা
জন্মদাগের চিহ্ন খোঁজা মাতাল দুচোখ
দগদগে উষ্ণতার মাঝে শিহরণ চায়
যে শিহরণ শরীরে জাগায় আকুতি
ভ্রান্তির শেষে নামা ঋজুতাপ
বলেঃ 'এটা অনাচার নয়, প্রেম বলে মানুষ!'

কোন মানুষ প্রেম বলে! কোন মানুষ প্রেম খোঁজে
কোন ব্যথা শোকেরও দূরে অশ্রুপাত আনে!

দেহ যদি শরীরী বিস্ময়
অন্তর যদি শোকের আকর
কামনা তবে কেন অনাচার হবে
আসন্ন বিশদ যামিনী যখন একাকী কাটে
বিরুদ্ধ শায়ক কেন প্লাবন আনে পৌরণিক কামে

নিমজ্জণে ভীত নয় কামার্ত চকচকে হতাশা
ঘুণপোকা বহু আগে কেটে দিয়েছে সম্ভ্রমের ফিতা
মহাকালব্যাপী যে রতিৎসব কামজ
সেখানে শালিনতাই আপদ-যখম
শীতলাগারে রাখা থরে থরে বিভ্রান্ত মানুষের
বিশুষ্ক মমি, যারা যুগে যুগে অনাচার আর প্রেমের
বিভেদ খুঁজতো!


অলগেট, লন্ডন
০৬ ফেব্রুয়ারী ২০১৪


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।