আমাদের কথা খুঁজে নিন

   

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিসি

মিশরের সামরিক অভ্যুত্থানের নায়ক ফিল্ড মার্শাল আব্দেল ফাত্তাহ আল-সিসি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন।তিনি কুয়েতি দৈনিক আল-সেইয়াসাহকে দেয়া এক সাক্ষাতকারে এ ইচ্ছা প্রকাশ করেন।প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি-না পত্রিকাটির এমন এক প্রশ্নের জবাবে সিসি বলেন, তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখার যে আকাঙ্ক্ষা মিশরের জনগণের রয়েছে তার প্রতি তিনি সম্মান দেখাতে চান। আগামী ছয়মাসের মধ্যে মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির প্রধান রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড ও এর নেতাদের রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করায় ওই নির্বাচনে জেনারেল সিসির তেমন কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না; ফলে তার বিজয়ী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।উল্লেখ্য, গত বছরের ৩ জুলাই মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে বন্দুকের নলের মুখে ক্ষমতাচ্যুত করেন জেনারেল সিসি। এরপর সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পূর্ণ পৃষ্ঠপোষকতায় ইখওয়ানুল মুসলিমিনের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন অভিযান চালায় সেনাবাহিনী। এতে কয়েক হাজার মানুষ নিহত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।