আমাদের কথা খুঁজে নিন

   

রাজা অষ্টম অ্যাডওয়ার্ড

রাজা অষ্টম অ্যাডওয়ার্ড প্রেমের জন্য সিংহাসন ছেড়ে বিখ্যাত হয়েছিলেন। ১৯৩১ সালের ১০ জানুয়ারি এক পার্টিতে প্রিন্স অব ওয়েলস অ্যাডওয়ার্ডের সঙ্গে তালাকপ্রাপ্ত এবং পুনর্বিবাহিত আমেরিকান নারী ওয়ালিস সিম্পসনের প্রথম সাক্ষাৎ ঘটে। এর পর তাদের এই সাক্ষাৎ চলতে থাকে। ১৯৩১ এর মে, ১৯৩২ এর জানুয়ারিতে তাদের দেখা হয়। সে বছরই জানুয়ারিতে একটি দুর্গে অ্যাডওয়ার্ড ও সিম্পসন একত্রে পুরো একটি সপ্তাহ কাটান।

১৯৩৪ সালের আগস্টে সিম্পসনের স্বামীকে ছাড়াই অ্যাডওয়ার্ড তাকে নিয়ে ছুটি কাটাতে স্পেন ও পর্তুগালের উপকূলে ক্রুজে ভ্রমণ করেন। সে বছরই অ্যাডওয়ার্ড সিম্পসনকে বাকিংহাম প্যালেসে নিয়ে আসেন এবং তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এর পর থেকেই এ দুজনকে ঘিরে ব্রিটিশদের মধ্যে নানা জল্পনা-কল্পনা ও গুজব ডালপালা মেলতে থাকে। ব্রিটিশ রাজপরিবারের অ্যাডওয়ার্ড আর তালাকপ্রাপ্ত পুনর্বিবাহিত নারী সিম্পসনের এই মেলামেশাকে কেউই ভালো দৃষ্টিতে নিল না। তবুও তাদের মধ্যকার নিষিদ্ধ প্রণয় থেমে ছিল না।

১৯৩৬ সালে অ্যাডওয়ার্ড যখন সিংহাসনে আরোহণ করেন তখন তার এই প্রণয় নিয়ে লোকজনের মধ্যে কানাঘুষা শুরু হলো। এ সম্পর্কের ব্যাপারটি তখন ব্রিটেনের আকাশে-বাতাসে ছড়িয়ে পড়ল আগের চেয়েও দ্রুতগতিতে। আর এসবের কারণে ওয়ালিস সিম্পসনের সঙ্গে তার স্বামী আর্নেস্ট সিম্পসনের সম্পর্কে চূড়ান্ত টানাপড়েন শুরু হলো এবং ওয়ালিস সিম্পসন স্বামীর কাছে ডিভোর্স চাইলেন।

১৯৩৬ সালের নভেম্বরে কিং অ্যাডওয়ার্ড প্রধানমন্ত্রী স্ট্যানলিকে জানালেন, তিনি সিম্পসনকে বিয়ে করতে চান। প্রধানমন্ত্রী রাজাকে বোঝানোর চেষ্টা করলেন ব্রিটিশ নাগরিকরা কোনোভাবেই তালাকপ্রাপ্ত আমেরিকান নারীকে তাদের রানী হিসেবে মেনে নেবে না।

মাঝখানে অ্যাডওয়ার্ড ভিন্ন একটি প্রক্রিয়ায় সিম্পসনকে বিয়ে করতে চেয়েছিলেন। যে প্রক্রিয়ায় তাদের বিয়ে ঠিকই হবে কিন্তু সিম্পসন রানী হবে না। কিন্তু এই উদ্যোগ ধোপে টিকল না। অ্যাডওয়ার্ড বিয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। ফলে ১৯৩৬ সালের ১০ ডিসেম্বর অ্যাডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে সিংহাসন ছেড়ে দেন।

পরবর্তী সময়ে ১৯৩৭ সালের মে মাসে অষ্টম অ্যাডওয়ার্ড ও ওয়ালিস সিম্পসন বিয়ে-বন্ধনে আবদ্ধ হন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.