আমাদের কথা খুঁজে নিন

   

সকালে সতর্ক ব্যাটিং বাংলাদেশের

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ১২ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্ট জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। কারণ স্বাগতিক দলের জয়ের লক্ষ্য ৪৬৭ রান। তবে স্বভাবতই ড্রর জন্য খেলছে স্বাগতিকরা।

শুক্রবার কুমার সাঙ্গাকারা ও দীনেশ চান্দিমালের শতকের ওপরে ভর করে ৪ উইকেটে ৩০৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।

চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস জানান, ড্রয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করবেন তারা। অন্তত মধ্যাহ্ন-বিরতি পর্য ন্ত কোনো উইকেট না হারানোর পরিকল্পনা আছে তাদের।

বাংলাদেশের কোচ শেন জার্গেনসেন, ম্যাচ বাঁচাতে শিষ্যদের একাগ্র ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন।

স্বাগতিকরা ম্যাচ বাঁচাতে প্রাণপণ লড়ার কথা বললেও জয়ের ব্যাপারে আশাবাদী শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল সিলভা।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।