আমাদের কথা খুঁজে নিন

   

‘গোলাপী এখন উপজেলার ট্রেনে’

শনিবার রাজশাহীর সারদায় স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় তিনি বলেন, “গোপালগঞ্জের নাম শুনলে উনার মেজাজ খারাপ হয়। এজন্য গোপালগঞ্জের নাম শুনলেই উনি গালি দেন।

“এর জবাবে আমি বলেছি, গোপালীরা কপালি হয়। আর উনি গোলাপী শাড়ি পড়ে গোলাপী হয়ে থাকেন। গোলাপী এখন কই? জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলা নির্বাচনের ট্রেনে চড়ে বসেছে।

গত ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে শেখ হাসিনার আওয়ামী লীগ। ওই নির্বাচনে পাঁচ শতাংশ ভোটারও ভোট দেয়নি দাবি করে বিএনপি বলে আসছে- বর্তমান সরকার অবৈধ।

এর জবাবে শেখ হাসিনা বলেন, ““নির্বাচন কমিশন আর আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ৪০ ভাগ মানুষ ভোট দিয়েছে। আর উনি ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছেন- মানুষ ভোট দেয় নাই। ”

বিএনপি চেয়ারপারসনকে হরতাল-অবরোধ আর ‘মিথ্যে কথা বলা’ বন্ধ করার আহ্বান জানান সরকারপ্রধান।

“উনি মেট্রিকেও ফেল, আন্দোলনেও ফেল। ফেলু এখন ঘরে বসে কাঁদে-হায় হায় কি হলো। মানুষ উনার ডাকে সাড়া দেয় নাই। জনগণ তাকে উপযুক্ত জবাব দিয়েছে। আমি উনাকে বলব, লজ্জা থাকলে এ কাজ আর করবেন না।

শেখ হাসিনা বলেন, “আমরা উন্নয়ন করি, আর উনি ধ্বংস করেন। ধ্বংসের রানী হয়ে ধ্বংস করতেই আছেন। মানুষের শান্তি উনি পছন্দ করেন না। ”

সারদা পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে সকালে রাজশাহী যান প্রধানমন্ত্রী।

ওই অনুষ্ঠান শেষে বিকালে তিনি সারদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসেন এবং একযোগে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করবেন।

এছাড়া রাজনৈতিক ও সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত ৭৭ জনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।

পরে বিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।  


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।