আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ মানুষের জন্য , মনে হয় কথাটা ভুল , কথাটা হওয়া উচিত ছিলো গরিব মানুষ গরিবের জন্য আর ধনীরা ধনীদের জন্য।

আমি তোমাদের কাছে আসতে চাই

#ঘটনা১ : গতকাল মিরপুর গিয়েছিলাম , বাসে করে ফেরার পথে এক পথ শিশু বয়স ৭ কি ৮ হবে বাসের শেষ সিটের কোনায় বসে আছে । বাসের ভাড়া একটা নির্দিষ্ট স্থানের পরে আপনি যেখানেই জান ১৬ টাকা। বাসের ভাড়া তোলার সময় জানা গেল সেই পথ শিশুর কাছে কোন ভাড়া নেই। বাসের যে ভাড়া নিচ্ছিল সে শুধু একবার জিজ্ঞেস করলো তোর কাছে সত্যই ভাড়া নাই?
বেস্‍ আর কোন কথা নেই , শুধু যাওয়ার সময় বলে গেলেন টাকাটা আমার পকেট থেকেই দিতে হবে , আমার ও তো ছোট ভাই আছে !

#ঘটনা২ :
সেই বাসেই বসে আছি , শ্যামলীর দিকে হবে। খুব সুন্দর এক সাদা করোলা x হঠাৎ করে ব্রেক করলো , পেছনের বেচারা রিক্সাওয়ালা কিছু বুঝতে না পেরে ছোট্ট একটা ধাক্কা দিয়ে দিলো।

পেছনের বাম্পারের কিছুই হয় নি তার পরেও গাড়ি থেকে নেমে রিক্সাওয়ালার দুই গালে চর বসিয়ে দিলেন দেখতে ভদ্র টাইপের লোক , গাড়ির মালিক।

#ঘটনা৩ :
বিকেলে এলাকায় চায়ের দোকানে বসে আছি , এমন সময় ঘটলো দূর্ঘটনা । পাশাপাশি যাওয়ার সময় একটা এলিওন আর একটা খেয়াল করিনি প্রচন্ড ভাবে ধাক্কা খায় আর এতে করে নাম না গাড়ির ড্রাইভারের পাশের লুকিং গ্লাস ভেংগে যায় আর পাশের গাড়িরটা ভেংগে রাস্তায় পরে । আর সেই সময়ই গাড়ি থেকে দুই জন ভদ্র চেহারার লোক বের হয়ে এলেন , কিছু কথা বলে আর বিষয়টা দেখে তারা চলেও গেলেন যেন কিছুই হয় নি। তখন বুঝতে পারলাম চালকের আসনে তারাই ছিলেন।

আর যেহেতু তারা একে অপরের জন্য তাই কোন উচ বাচ্যের কিছুই ঘটেনি , আর যদি কোন গাড়ির চালকের আসনে ড্রাইভার থাকতো তাহলে কি ঘটতো! কেউ ভাবতে পারেন।

তাহলে কি হলো সেই বানীর সার্থকতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.