আমাদের কথা খুঁজে নিন

   

নারী আসন: ছয় দলের জোট আ. লীগের

রোববার দলটির প্রতিনিধি দল এ ছয় দলীয় জোটের ২৪৭ জন সংসদ সদস্যসের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে জমা দেয়।

প্রতিনিধি দলের সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দশম সংসদে আওয়ামী লীগের ২৩১, ওয়ার্কার্স পার্টির ৬, জাসদের ৫, জেপির ২, তরিকত ফেডারেশনের ২ ও বিএনএফের একজন সংসদ সদস্যের নাম তারা জমা দিয়েছেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য ২৩২ হলেও সম্প্রতি টাঙ্গাইল-৮ আসনের শওকত মোমেন শাহজাহান মারা যাওয়ায় তার নাম জোটের ভোটার তালিকাভুক্ত হচ্ছে না বলে জানান আওয়ামী লীগের প্রতিনিধি দলের আরেক সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি।

জোটভুক্ত হওয়ায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন এ ছয় দলীয় জোট সংরক্ষিত ৫০ আসনের মধ্যে ৪১টি পাবে।

আর প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তাদের ৩৪ সাংসদের হিসাবে সংরক্ষিত ৬টি এবং ১৬ স্বতন্ত্র সাংসদের জোট জনের হিসাবে সংরক্ষিত ৩টি আসন পাবে।

স্বতন্ত্র জোটের সভাপতি হাজি সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরাও আজ একটা চিঠি ইসিকে পাঠাব। ”

এ সপ্তাহের মধ্যেই সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।

সর্বশেষ নির্বাচিত [১৬ জানুয়ারি] দুই স্বতন্ত্র প্রার্থী ৯ ফেব্রুয়ারির মধ্যে জোটভুক্ত হবেন কিনা তা জানতে চেয়ে ইসি চিঠি দিয়েছে।

এ সপ্তাহে ভোটার তালিকা প্রকাশের পর কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করার প্রস্তুতি শেষ করা হবে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ রোববার জানান, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য দশম সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণের পর বিভিন্ন দল ও স্বতন্ত্র সাংসদকে অবস্থান জানাতে  বিদ্যমান আইন অনুসারে ২১ দিন সময় দেয়া হয়।

  আগামী ৯ ফেব্রুয়ারি এ সময় শেষ হবে।

এরপরই জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো তালিকা নিয়ে সংসদ সদস্যদের ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। তারপর সংরক্ষিত আসনের তফসিল ঘোষণা করা হবে।

এক্ষেত্রে মনোনয়ন দাখিল, বাছাই ও প্রত্যাহারের সময়সীমা রেখে ভোট পর‌্যন্ত অন্তত ২০-২৫ দিন সময় রাখা হতে পারে।

সংরক্ষিত আসনে দলগুলোর জন্য বরাদ্দ পাওয়া আসন অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়ায়  প্রত্যাহারের সময় পার হলেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান।

সংবিধানের পঞ্চদশ সংশোধন অনুযায়ী বর্তমানে ৫০টি সংরক্ষিত আসন রয়েছে সংসদে।

দশম সংসদের প্রথম অধিবেশন ২৯ জানুয়ারি শুরু হয়েছে। ফেব্রুয়ারিতে সংরক্ষিত আসনের সাংসদরা নির্বাচিত হলে এ অধিবেশনেই যোগ দেয়ার সুযোগ আসতে পারে তাদের।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.