আমাদের কথা খুঁজে নিন

   

বাড়াবাড়ি না করার নির্দেশ

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম নিজের এলাকায় এলেন ভোলা সদর আসন থেকে নির্বাচিত এমপি, গণমানুষের নেতা তোফায়েল আহমেদ। তিন দিনের সফরকালে তোফায়েল আহমেদ নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন তার আগমনকে ঘিরে যেন কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয়। অভিনন্দন জানানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের যেন রাস্তায় দাঁড় করিয়ে রাখা না হয়। একটি গেটও যেন তৈরি করা না হয়। সংবর্ধনার আয়োজন বা কোনো প্রকার উপঢৌকন যেন তাকে দেওয়া না হয়।

তিনি বলেন, আমি শুধু ভোলার মানুষের ভালোবাসা নিতে চাই। কোনো উপঢৌকন নয়, কোনো সংবর্ধনা নয়। বঙ্গবন্ধুর স্নেহ আর ভোলার মানুষের ভালোবাসার কারণেই আজকের তোফায়েল হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আসেন বুধবার দুপুরে। বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নতুনবাজার কবি মোজাম্মেল হক চত্বরে আয়োজন করা হয় জনসভা।

জনসভায় যোগ দেওয়ার জন্য বেলা ২টার পর থেকে মানুষের ঢল নামে। বিকাল ৪টা পর্যন্ত নতুনবাজার এলাকায় তিলধারণের জায়গা ছিল না। জনসভা পরিণত হয় জনসমুদ্রে। স্মরণকালের বিশাল জনসভায় তোফায়েল আহমেদ বলেন, আমার মায়ের দোয়ায় আমি অতি সাধারণ একটি পরিবারে জন্ম নিয়ে আজ এ পর্যায়ে এসেছি। ভোলার মানুষের কাছে ঋণের কথা স্বীকার করে তোফায়েল উপস্থিত লাখো মানুষের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুর কাছ থেকে তিনি রাজনীতির পাঠ নিয়েছেন।

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তোফায়েল আহমেদ অকপটে বিগত দিনে যারা ভোলার উন্নয়নে কাজ করেছেন সেসব নেতার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজিউর রহমান, বিএনপি সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাজাহান ও বর্তমান বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থর নাম উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞা ও শুভেচ্ছা জানান। এর পাশাপাশি তিনি বিএনপিকে বর্তমান ধ্বংসাত্দক রাজনীতি পরিহার করে জনকল্যাণে রাজনীতি করার আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, মানুষ মারার রাজনীতি কোনো কল্যাণ বয়ে আনে না। হরতাল-অবরোধ দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ৫ বছরের জন্য নির্বাচিত আওয়ামী লীগ সরকার দেশকে সাফল্যের চরম শিখরে নিয়ে যেতে কাজ করে যাবে। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে তার কথা হয়েছে। ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশকে অগ্রগতির শিখরে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বাত্দক চেষ্টা করবেন বলেও অঙ্গীকার করেন।

তিন দিনের ভোলা সফরে তোফায়েল আহমেদ নিজের বাসায় কর্মিসমাবেশ, ভেদুরিয়ায় কৃষকের বাজেট অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন এলাকায় গণমানুষের কাছাকাছি গিয়ে তাদের সুখ-দুঃখের খবর নিয়েছেন। তার সঙ্গী ছিলেন ভোলা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান মনির, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.