আমাদের কথা খুঁজে নিন

   

বাড়াবাড়ি

ইদানীং দেখছি ফেসবুক এ আমাদের ধর্ম প্রেম আকাশ ছুঁই ছুঁই করে !খালি ইসলামি ছবি আপলোড পেজ পেজ ফটোশপ এ এডিট করে আল্লাহ এর মহান নিদর্শন বলে লাইক চাওয়া !!! কি ধর্ম প্রেম আমাদের ! বড় বড় কথাতেও আমরা কম যাই না । কেউ ইসলাম এর নামে বড় বড় কোথাও বলে নিরপ েক্ষতার নামে তার থেকেও বড় বড় কথা বলে । নিরপেক্ষ যারা বাদ দিলাম। যারা ধর্ম নিয়ে বড় কথা বলে তারা এই ফেসবুক টা বন্ধ করলেই ইসলাম ভুলে যায় । নামায রোজার ধারে কাছে ও যায় না আর তাদের জন্য বিশেষ কিছু নীল রঙের সিনেমা তো আছেই! কি প্রেম ধর্মের ! অন্য ধর্মের ব্যাপার তো বেশি জানি না তাই ঐ নিয়ে কিছু বললাম না ।

আর নিরপেক্ষ মানুষদের নিয়ে কি বলব বাপ দাদাদের কাছ দিয়া ধার পাইছে এখন কি হয় না হয় ২ খান ডায়লগ দিতে পারলে ই ধর্ম যত খানি কুয়ায় পরছে তার চেয়ে বেশি উদ্ধার কইরা ফালাইছে । আমাদের ধর্ম প্রেম আবার বাইরা যায় ভারত- পাকিস্থান খেলার সময় দেশ এ দুইটা ভাগ হইয়া যায় একটা বিশেষ ধর্ম ভারত আর একটা বিশেষ ধর্ম পাকিস্থান তাও শুধু ধর্মের এ জন্য !!আর কিছু নাস্তিক শুয়োর এর বাচ্চা আছে যারা কোটি কোটি মানুষের আবেগ এর জায়গা নিয়ে খেলতে চায় । অনেক তো বললাম আবার অন্য কিছু বলি কজন আর আমার মত ফালতু মানুষের কথা পড়ে ! শোনা তো পরের কথা !! তারপরও আমার কথা তো বলবই ধর্ম মানে আমার কাছে শুধু নামে নামের মাঝে ধর্ম রাখা না। মনে প্রাণে বিশ্বাস করা । আমাদের (মুসলমানদের) কুরআন মতে আমাদের ধর্মই শেষ ধর্ম এবং এর আগের সকল ধর্ম রহিত করা হয়েছে ।

অনেকে তা মানেন না তাই এক একজন এক এক ধর্মের অনুসারী । আচ্ছা সবাই সবার বিশ্বাস নিয়ে থাকুক । কিন্তু এইটা বুঝি না নিজ ধর্মকে ভালবেসে অন্য ধর্মকে অপমান করা কোন ধর্মে আছে? এইটা কোন ধরনের ধার্মিক? ইসলাম শান্তির ধর্ম তাই হয়ত আমরা অন্য ধর্ম নিয়ে কিছু বলি না করি না র যারা ধর্ম নিয়ে খেলা করে তারা সব ধর্মের এ শত্রু । জিহাদের কথা বলা হয়েছে কিন্তু তা শান্তির জন্য ফিলিস্তিন,ইরাকে, আফগানিস্থান এখন ইরানে য অত্যাচার চলছে তার জন্য জিহাদ কে করছে ? সেই খানে কিছু পারছ না নিজের দেশে ঝামেলা পাকিয়ে কি লাভ? ধর্মের অপমান টা তো আপনারাই করছেন । আর নাস্তিক যারা ওড়া তো নিজেরাও জানেনা কুকুরের স্বভাব কামড়ানই কিন্তু ঔষধ অনেক আগেই ঠিক করা আছে ।

আমি নামায পড়ি,ইসলাম ও মানি সাথে বিশ্বাস ও করি । আর এও বিশ্বাস করি অন্যকে অপমান না মান করার মাঝেই শান্তি । আর আপনারা যারা ধর্মকে ভালবাসেন ফেসবুক ছবি আপলোড করে না '' ইনোসেন্স অফ ইসলাম" বানিয়ে না । এ না অন্তর দিয়ে ধর্মকে ভালবাসুন নিজ ধর্মের অনুশাসন মানুন অন্য ধর্মকে শ্রদ্ধা করুন প্লিস ......। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.