আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকতায় ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশ

সাংবাদিকতার জন্য বিশ্বের মধ্যে ষষ্ঠ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ২০১৩ সালের তথ্যের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক্ষেত্রে ইন্টারনেট ভিত্তিক লেখালেখির প্রসার ঘটায় সাইবার স্পেসকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

এসব বিবেচনায় সিপিজের তৈরি করা তালিকায় শুরুতেই আছে মিসরের নাম। আছে রাশিয়া, ভিয়েতনাম, তুরস্ক, লাইবেরিয়া, ইকুয়েডর, জাম্বিয়া, সিরিয়া ও ইরাকের নাম।

গণমাধ্যমের ওপর নজরদারি ও গোয়েন্দাগিরির কারণে আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নামও।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে রাজনৈতিক মেরুকরণে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বাংলাদেশ। ধর্মীয় উগ্রপন্থীদের হামলায় ব্লগার আহমেদ রাজীব হায়দার নিহত ও আসিফ মহিউদ্দিনের আহত হওয়ার পাশাপাশি তিন ব্লগারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে। বলা হয়, গত বছর ব্লগারদের ওপর হামলার ঘটনা বেড়েছে। আবার লেখালেখির কারণে বিচারের মুখোমুখিও হতে হয়েছে তাদের।

সিপিজের প্রতিবেদনের একাংশে বলা হয়েছে, ধর্মনিরপেক্ষ চেতনার আন্দোলনকর্মীদের সঙ্গে উগ্র ইসলামপন্থীদের সংঘাতের মধ্যে ২০১৩ সালে বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার পরিবেশ হুমকির মুখে পড়ে। স্পর্শকাতর বিষয়ে কথা বলতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন সাংবাদিকরা। এপ্রিলে উগ্র ইসলামপন্থীদের একটি প্রতিবাদ সমাবেশের খবর সংগ্রহে গিয়ে মারধরের শিকার হতে হয়েছে একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনকে।

ইন্টারনেট ও টেলিফোনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) আঁড়িপাতারও সমালোচনা করেছে সিপিজে।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.