আমাদের কথা খুঁজে নিন

   

দেশের সবচেয়ে খারাপ রাস্তা!

মঙ্গলবার ওই সড়ক পরিদর্শন করে মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “এতো খারাপ রাস্তা বাংলাদেশে আর একটিও নেই।”

পর পর দুই মেয়াদে দেশের যোগাযোগ অবকাঠামো দেখভালের দায়িত্ব পাওয়া এই আওয়ামী লীগ নেতা অবশ্য সড়কের এই দুর্দশার একটি কারণও ব্যাখ্যা করেছেন। 

সোয়ারীঘাটসংলগ্ন পানঘাটে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, “রাস্তাটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ছিল। তাই মন্ত্রী হওয়া সত্ত্বেও আমার কিছু করার ছিল না।”

‘ফাইল চালাচালি’ করে ওই রাস্তার দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের অধীনে নিতে দীর্ঘ সময় পেরিয়ে যায় বলে জানান তিনি। রাস্তার মালিকানা নিয়ে ‘রশি টানাটানির কারণে’ জনভোগান্তির কথাও স্বীকার করেন।

কাদের বলেন, “দুই মন্ত্রণালয়ের ফাইল চালাচালিতে রাস্তার শনির দশা হয়, জনগণেরও অনেক কষ্ট হয়েছে।”

শেষ পর্যন্ত এই সড়ক মেরামতের জন্য ১৩ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, চলতি বছরের মে মাসের মধ্যেই সংস্কার শেষ হবে বলে আশা করা যায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.