আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোস ৮.১ নিয়ে চরম বিপদে আছি। অভিজ্ঞ ভাইয়েরা হেল্প করেন



জানালা ৮ দেয়ার পর শুধু একটা প্রবলেমের কারণে জিন্দেগী তামা তামা হইয়া গেল। ফেসবুক বা ফ্লাশ এনাবল কোন সাইটে ঢুকলেই ফ্লাশ প্লেয়ার ক্রাশ করে ফায়ারফক্স হ্যাং করে। ফায়ারফক্স ডাউনগ্রেড করতে হয় বা অন্য কোন ভার্সন ইন্সটল দিতে হয়। ফ্লাশ প্লেয়ার এবং ফায়ারফক্স লেটেস্ট ভার্সন ইউজ করছি। কোনভাবেই সমাধান করতে পারছি না। প্রথমে জানালা ৮.১ নেট থেকে নামিয়ে উইজ করতাম, ভাবলাম এই উইন্ডোজে প্রবলেম। গতকাল একটা ডিভিডি বাজার থেকে কিনে এনে ইন্সটল দিলাম আবারো একি প্রবলেম। অভিজ্ঞ ভাইয়েরা হেল্প করেন। খুব অশান্তিতে আছি
আমার জানালার ভার্সন- Windows 8.1 Pro 32bit (Motherboard & PCIE driver updated to latest version.)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.