আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতি মুক্ত কোন গর্বের কথা নয়

কথায় আছে ছাত্র জীবন মধুর জীবন। মধুর না হোক স্কুল ও কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র হওয়াটা সত্যই গর্বের।
এই সময়েই ভবিষ্যৎ কর্মজীবনের শিক্ষা দেয়া হয়। এজন্য শিক্ষকরাও পাঠ্য পুস্তকের বাহিরে নানা বিষয়ে জ্ঞান দান করেন। কিন্তু বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি করতে দেয়া হয়না।

প্রসপেক্টাসে সুন্দর হরফে লেখা থাকে, রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গর্ব করার কিছু নেই। আজকে রাজনীতির এই করুন হালের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও দায়ী।

ছোট বেলায় কাজী নজরুল ইসলামের কবিতায় পড়েছি "আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে"। দেশকে এগিয়ে নিয়ে যায় মেধাবী রাজনীতিবিদরাই।

৫২ এর ভাষা আন্দোলন কিংবা ৭১ এরমুক্তিযুদ্ধ কারা করেছে? ওই ছাত্ররা। রাজনৈতিক আদর্শ ছিল বলে তারা সেদিন আন্দোলন করতে পেরেছে। তাহলে আজ কেন রুদ্ধ করে দেয়া হচ্ছে ছাত্র রাজনীতির পথ।

আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি আছে ঠিকই কিন্তু তা কোন আদর্শিক রাজনীতি নয়। কিছু ছাত্ররা এই রাজনীতিটা খুব সুচারুভাবে করতে পারে।

ভাল ফলাফলের প্রত্যাশায় বিভিন্নভাবে তারা তা করে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আদর্শিক রাজনীতি শুরু হোক এই প্রত্যাশা রইল। রা।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.