আমাদের কথা খুঁজে নিন

   

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি....



জানি না আমার এ লিখা প্রশাসনের কাছে পৌছাবে কিনা, তবুও সাধারণ মানুষের পক্ষ হয়ে লিখলাম হয়তো পৌছুবে এ আশায়।

চট্টগ্রামে জাইকা, বাংলাদেশ সরকার এবং ওয়াসার অর্থায়নে চলছে রাস্তা খুড়ে পাইপলাইন স্থাপনের কাজ, যা শহুরে বাসীন্দাদের ভোগান্তির কারণ হযে দাড়িয়েছে। এটা ঠিক কিছু পেতে হলে কিছু দিতে হয়, কারণ কষ্টের ফল খুবই মিষ্টি। কিন্তু এই কষ্টটা কত দিন সহ্য করলে ফল আসবে তা এখনো বুঝতে পারছে না জনগণ। কাজের যে মন্থর গতি তাতে মনে হচ্ছে না খুব সহসা তারা প্রকল্প শেষ করতে পারবেন।

কিছুদিন আগে পত্রিকায় আসছে প্রকল্পটি এই বছর শেষ করার কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। কিন্তু একবার যখন পিছিয়েছে তা যে আর পিছোবে না তার কি গ্যারান্টি। সমস্যা হল সময় যতই দীর্ঘায়িত হবে ততই মানুষের ভোগান্তি দীর্ঘায়িত হবে। এই সমস্যাটি সবচেয়ে বেশি ভোগাচ্ছে অক্সিজেন সংযোগ রোড ব্যবহারকারী যাত্রীদের। একদিকে সংকীর্ণ রাস্তা অন্যদিকে রাস্তা খুড়ে পাইপলাইন নির্মাণ করে রাস্তাকে আরও সংকুচিত করা হযেছে।

এতে‌ ঐ এলাকার অধীবাসীগণ অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছে।

আগে আমাদের দেখা সবচেয়ে পরিষ্কার এবং ভাল রাস্তা ছিল কাপ্তাই রোড। এখন পাইপলাইন নির্মাণের জন্য রাস্তা খুড়ায় ঐ রোডের অবস্থা নাজুক হয়ে পড়েছে। তবে এটা স্বাভাবিক যে স্বল্পসময়ে রাস্তা খুড়া ছাড়া গত্যন্তর নেই। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, চেষ্টা করুন মানুষের দুর্ভোগ লাঘবার্থে যতদ্রুত সম্ভব প্রকল্পটি শেষ করার এবং রাস্তার যাতে খুব বেশি ক্ষতি না হয় সেদিকে রাখতে বলবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.