আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ানডে সিরিজে মুশফিকই অধিনায়ক

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৭, ২০ ও ২২ ফেব্রুয়ারি হবে ওয়ানডে তিনটি।

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে উপেক্ষিত হলেও ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান নাঈম ইসলামকে।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত বাঁহাতি স্পিনার আরাফাত সানিও আছেন ওয়ানডে সিরিজের দলে। তবে টি-টোয়েন্টি দলে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিঠুন আলী নেই।

তামিম ইকবাল সহ-অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিলেও এই দলে মুশফিকের ডেপুটি হিসেবে তাকেই রাখা হয়েছে।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, নাসির হোসেন, সোহাগ গাজী, মুমিনুল হক, এনামুল হক, শামসুর রহমান ও আরাফাত সানি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।