আমাদের কথা খুঁজে নিন

   

‘প্রিয়’ মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশ

খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের দারুণ সাফল্য। গত ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়ার পর মার্চে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ ড্র করেছে মুশফিকুর রহিমের দল। ‘প্রিয়’ মাঠে জয় দিয়ে শুরু করার প্রত্যয় জানিয়ে বাংলাদেশের অধিনায়ক মুশফিক বলেন, “প্রথম খেলায় আমাদের ভালো করতে হবে। বুলাওয়ায়োয় আমাদের অনেক সুখস্মৃতি আছে।

সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ” ২০১১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে হারারেতে প্রথম তিনটি ওয়ানডেই হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে সিরিজ হার নিশ্চিত হওয়ার পর বুলাওয়ায়োয় শেষ দুই ম্যাচে বাংলাদেশ জিতেছিল।
কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে নিজেদের ‘রেকর্ড’ও বাংলাদেশকে অনুপ্রাণিত করতে পারে। এর আগে এখানে ১০টি ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে ৬টিতে জিতেছে তারা।

ওয়ানডেতে সব মিলিয়ে ৫৬টি মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় ৩০টি, জিম্বাবুয়ের ২৬টি। টানা ৬টি ওয়ানডে সিরিজ জেতার পর সর্বশেষ সফরে ৭ বছর পর জিম্বাবুয়ের কাছে প্রথম সিরিজ হেরে যায় বাংলাদেশ। এবার তাই মুশফিকের দলের সামনে প্রতিশোধের ‘মিশন’ও। টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় রবিউল ইসলামের শুক্রবার ওয়ানডে অভিষেক প্রায় নিশ্চিত। নতুন বলে তার সঙ্গী হতে পারেন শফিউল ইসলাম।

অভিষেক হতে পারে উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমানেরও। তিন জন পেসার খেলানো হলে জিয়াউর রহমানকে জায়গা দিতে বাদ পড়তে পারেন মাহমুদুল্লাহ। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর সঙ্গে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের উপস্থিতি স্পিন আক্রমণকে শাণিত করবে আরো। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর বুলাওয়ায়োয় প্রতিপক্ষকে কিছুটা এগিয়ে রাখলেও লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বুলাওয়ায়োয় বাংলাদেশের রেকর্ড খুব ভালো। তাদের সেখানে হারানো কঠিন হবে।

তবে স্বাগতিক দল হিসাবে আমরা সেখানে সুবিধা নেয়ার চেষ্টা করবো। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.