আমাদের কথা খুঁজে নিন

   

আমি-ই মেয়ে / আমি-ই ছেলে!



যে সব বাবা/ মায়ের ছেলে নেই শুধু মেয়ে আছে আর যেসব মেয়ের ভাই নাই শুধু বোন আছে তাদের মেয়ে এবং ছেলের ভূমিকাটা দুটোই পালন করতে হয়! অনেক বাবা/ মা’ই মেয়ে থাকলে ছেলের জন্য আফসোস করে! আবার অনেকে হতাশায় ভুগে বংশ প্রদীপ কে জ্বালাবে এই ভেবে! এখনো মেয়েদের নিয়ে এই ধরনের হীনমন্যতা দূর হয়নি আমাদের পরিবারগুলো থেকে! অনেক সময় অনেক মেয়েকে বা মেয়ের মা’কেও কথা শুনতে হয় এই নিয়ে! বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, দায়িত্ব এড়িয়ে চলে,পরিবারে ছেলে না থাকলে বাবা-মা অসহায় হয়ে পড়েন! এরকম কত কথা!!
অথচ যে পরিবারে মেয়ে থাকে না সেই পরিবারের ছেলেরা কখনো ছেলে/মেয়ে উভয়ের ভুমিকা পালন করে না কিন্তু যে পরিবারে ছেলে থাকে না সেই পরিবারের মেয়েকে মেয়ে/ছেলে উভয়ের ভুমিকাটা পালন করতে হয়! এবং অনেক মেয়েরা প্রচলিত সেই সব ভুংবাং ধারণা আর কটূক্তি গুলিকে ভুল প্রমান করে বাবা-মায়ের পাশে থাকে! পালন করে সব দায়িত্ব! আমি আমারটা বলছি-
ভাই না থাকাতে আমরা দু বোন-ই মেয়ে এবং ছেলের ভুমিকায় বাবা/ মা’র পাশে আছি! আমি বড় হওয়াতে সে দায়িত্বটা অনেক বেশি! আশে/পাশে থাকা ঘরের শত্রু বিভীষণদের সাথে লড়তে লড়তে হাফিয়ে ঊঠি--! পরিবারের প্রত্যেকটি বিষয়ে আমাকেই আগে কথা বলতে হয়! ঘরের সমস্যা ছাড়াও বাইরের শত্রুদের মোকাবেলা করতে হয়! আর এসব করতে গিয়ে বাবা-মায়ের থেকে আমার শত্রু সংখ্যা বেশি হয়ে গেছে! বাবা/মা’কে আগলে রাখতে হয়! এমন হতে পারে বাবা-মা’র কথা ভেবে কারো ঘরে আমার যাওয়া হবে না ! (ঘর জামাই নিয়ে থাকতে হবে - আনসারটেইন ) ! যেভাবেই হোক ঘরজামাই এনেই হোক বা ঘরবউ থেকেই হোক আমার বাবা-মা’কে আমাকেই দেখে রাখতে হবে!
** তাহলে কমটা কোথায় করলাম একটা ছেলের থেকে? আর আজকাল তো অনেক ছেলের কারনেই বাবা-মা’রা ভাল থাকেন না! বাবা- মা’দের বৃদ্ধাশ্রমে যেতে হয়! সে তুলনায় আমরা মেয়েরা বাবা-মা’র জন্য অনেক কিছুই করে থাকি যতটা সম্ভব হয় আমাদের দ্বারা !
আর এভাবেই আমরা আমাদের বাবা/মা’র মেয়ে এবং ছেলে হয়ে - যতদিন বেঁচে থাকবো ততদিন আগলে রাখবো! ততদিন তাদের পাশে থাকবো।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।