আমাদের কথা খুঁজে নিন

   

একই পরিবারের ১৭ জনকে জলাতঙ্কের ভ্যাকসিন

বরিশালের বাকেরগঞ্জে গতকাল একই পরিবারের ১৭ সদস্য জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিয়েছেন। এর আগে শনিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে আরও ২৬ জন একই রোগের ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে হাসপাতাল সূত্র জানায়। জানা গেছে, বাকেরগঞ্জের চরামদ্দি গ্রামের আসমত আলী হাওলাদারকে (৫০) সম্প্রতি কুকুরে কামড় দিলে তার জলাতঙ্ক রোগ দেখা দেয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১০ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে জলাতঙ্ক রোগের আতঙ্ক দেখা দেয়। পরে গতকাল আসমতের স্ত্রী-সন্তানসহ ওই পরিবারের ১৭ সদস্য ভ্যাকসিন নেন। এর আগে গত শনিবার বরিশাল সদরের কর্ণকাঠি গ্রামের আরও ২৬ জন বরিশাল মেডিকেল থেকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.