আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের ইতিহাস ৪র্থ পর্ব সংক্ষিপ্ত

বিসমিল্লাহির রহমানির রাহীম সূর্য দেবতার রায়ের পূজারী ফেরাউন কে মুসা (আঃ) লা ইলাহা ইল্লালাহ অর্থাৎ আল্লাহের সার্বভৌমত্ত মেনে নিতে প্রস্তাব দিলেন,ফেরাউন মুসা (আঃ) এই আহ্বানকে প্রত্যাখ্যান করলো। এক পর্যায়ে মুসা (আঃ) ফেরাউনের দাসত্ব থেকে বনিইসরাইলদের মুক্ত করার জন্য তাদেরকে সঙ্গে নিয়ে রওয়ানা করলেন সম্মুখে পডল লোহিত সাগর। তখন আল্লাহ মুসা (আঃ)কে আদেশ করলেন তার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করে,মুসা (আঃ) লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করতে পানি দুই ভাগ হয়ে শুকনো রাস্তায় পরিণত হলও। অতপর মুসা (আঃ) বনিইসরাইলদের নিয়ে লোহিত সাগরের উপর তৈরি রাস্তা দিয়ে হেঁটে পার হয়ে গেলেন। ফেরাউন তার সৈন্য বাহিনী নিয়ে বনিইসরাইলদের অনুসরণ করতে করতে যখন লোহিত সাগরে সেই রাস্তায় পৌঁছল তখন আল্লহের আদেশে সাগরের পানি দুপাশ থেকে তাদের উপর আচডে পরল।

ফেরাউন সৈন্য বাহিনী সমেত সাগর গর্বে তলিয়ে গেলো। আল্লহের এই মজিদা সহ আরও অসংখ্য মজিদা ও করুণা দেখার পরও বনিইসরাইল জাতি তাদের চরিত্র সংশোধন করতে পারল না। মুসা (আঃ) জীবদ্দশায় বনিইসরাইল জাতি আবার আল্লহের সার্বভৌমত্ত ভুলে গিয়ে গরুর মূর্তিকে পূজা করতে শুরু করল। এইভাবে বারবার বনিইসরাইল জাতি গুরুতর অপরাধ ও সীমালঙ্গন করে যেতে থাকলো। মুসা (আঃ) ইন্তেকালের পর আবার বনিইসরাইল জাতি আল্লাহের দীনকে বিকৃত করতে লাগলো।

আল্লাহ তাদের সংশোধনের জন্য আবার নবী ও রাসুল পাঠাতে থাকলেন। কিন্তু তারা জাতি গত ভাবে কোন নবী ও রাসুলকে মেনে নিলো না, বরং একের পর এক নবী রাসুলকে নির্মম নির্যাতন ও হত্যা করতে লাগলো। এইভাবে অনেক নবী রাসুল ও শতসহস্র মোমিনদের রক্তে রঞ্জিত হইল বনিইসরাইল অর্থাৎ ইহুদী জাতির ইতিহাস। এরপর আল্লাহ পাঠালেন ইহুদী জাতির মধ্যে ইসা (আঃ) কে। চলবে------------------।

যদি আপনাদের ভাললাগে তাহলে শেয়ার করুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.