আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশি ব্যাটসম্যানদের মাঠে বসে চিন্তাভাবনা- (কাল্পনিক)



আনামুল:-হুর কি খেলমু? আমি খেললে ত বাকী ব্যাটসম্যানগুলা খেলতে পারবো না। এর থিক্কা ভালো আউট হইয়া বাসাই যাইয়া তামিমের ফেয়ার এন্ড লাভলী মাইখা একটা ঘুম দেই।

শামসুর:- ভালো পারফর্ম কইরা সবাই বিয়া করে। আমিও বিয়া করতে চাই সাকিবের মতন। >" style="border:0;" /> >" style="border:0;" />

মমিনুল:- ছোট মরিচের ঝাল বেশি, এইটা বাংগালী রমনীদের বুঝা উচিত।

আমার লগে কেও প্রেম করতে চায়না। মুশফিকের শালীরে চাইছিলাম কিন্তু ময়না ফাঁকি দিয়া মাহমুদুল্লাহর কাছে গেছেগা ।


সাকিব:- আমার বউ এত সুন্দরী কেরে? খালি বউরে মনে পড়ে। মাইনষ্যে আমার বউ এর ছবি আপ্লোড করে কেরে? কনফিউজড লাগে অলওয়েস। (ফলাফল রান আউট)

মুশফিক:- এই যে আমি খেলা ধরলাম, ভাইরা মাহমুদুল্লাহ আসুক তারপর খেলমু।




মাহমুদুল্লাহ:- ভাইরার লগে খেলুম না, ভাইরা খালি শালি কইয়া চান্সে আমার বউরে ধরতে আসে। যাইগা আউট হইয়া। যেই টার্গেট, আমাগো রুবেল হুসাইনই একলা জিতাইবো। ফুহহ


সোহাগ গাজী:- মুশফিক খালি ঠেকায় আর আমারে টিপস দেয়, আরে দেখ মুশফিক আমি ক্যামনে পাখির মত উড়াইয়া চার মারি। পরিনতি-ক্যাচ হয়ে হয়ে মিস এবং চার।

আবার মুশফিকের সাথে ডিসকাশন- দেখলি মুশফিক- হালার পুতেরা ক্যাচ ধরতে জানেনা, চল ক্যাচ প্য্রাকটিস করাই। আবার সেইম শট-কিন্তু এবার আউট।

আরাফাত সান্নি: লিটল মাস্টার হইতে গেলে প্রথমদিকে খারাপ খেলতে হবে।

রুবেল:- আমি বগুড়ার ওপেনার আর আমারে খেলাও লাস্টে? খাড়াও ব্যাটিং কারে কয় দেখাইতেছি।

আলামিন: ব্যাট দিয়া বল খেলতে কেমুন জানি লাগে, গদা থাকলে ভালা হইতো।

অই রুবেল দৌড় দে ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.