আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসী হামলায় রেল ও সড়কের ক্ষতি ১৬৩ কোট

গত বছর রেলের লোকসান হয়েছে ৮৭৯ কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম বাধাগ্রস্ত এবং দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে রেল ও সড়ক যোগাযোগ খাতে সহিংস সন্ত্রাসী হামলায় সরকারের ক্ষতি হয়েছে ১৬৩ কোটি ৫৩ লাখ ২ হাজার ৩৬৫ টাকা। এর মধ্যে রেলের ক্ষতি ৯৪ কোটি এবং সড়ক যোগাযোগ খাতের ৬৯ কোটি ৫৩ লাখ ২ হাজার ৩৬৫ টাকা। এ জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে জামায়াত-শিবির দায়ী বলে সংসদকে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাবি্ব মিয়ার সভাপতিত্বে গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে লিখিত ও সম্পূরক আলাদা প্রশ্নের জবাবে মন্ত্রীদ্বয় সংসদকে এ তথ্য জানান। রেলমন্ত্রী বলেন, গত বছর রেলের আয়-ব্যয়ের হিসাবে লোকসান হয়েছে ৮৭৯ কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা। নূরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি সংসদে এ তথ্য জানান। মাহমুদ উস সামাদ চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে সংসদকে রেলমন্ত্রী জানান, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীরা ধ্বংসাত্দক কার্যক্রম ও নাশকতার মাধ্যমে ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রেললাইন কেটে ও উপড়ে ফেলে; ফিশ প্লেট খুলে, রেলের বগি আগুনে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে ৯৪ কোটি টাকার ক্ষতি করেছে। শামীম ওসমানের সম্পূরক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী আরও জানান, খালেদা জিয়ার নির্দেশে জামায়াত-শিবির কর্মীদের আক্রমণে দুজন আনসারসহ রেলকর্মী নিহত হয়েছেন নয়জন। আহত হয়েছেন ৪৯ রেলকর্মী ও সাতজন আনসার। এ বিষয়ে ৬২টি মামলা হয়েছে। ২৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে জানান, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা, অভিযুক্তদের মুক্তির দাবি করা, ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত দণ্ডাদেশ কার্যকর করার বিরোধিতাকারী বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নাশকতা, ধ্বংসাত্দক জ্বালাও-পোড়াও ও জনবিচ্ছিন্ন কার্যক্রমের কারণে সড়ক ও জনপথ দফতরের ১১ কোটি ২৫ লাখ ৩৩ হাজার এবং বিআরটিসির ক্ষতি হয়েছে ৫৮ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৩৬৫ টাকা। এদিকে অন্য এক সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে রেলের সম্পত্তি দখলমুক্ত করতে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী। রেলের বেহাত হওয়া জমি নিয়ে করা সম্পূরক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, 'এটা ঠিক, রেলের অনেক জমি বেদখল হয়ে আছে। এসব জমি উদ্ধারে আমরা পদক্ষেপ নিয়েছি। এ ক্ষেত্রে আপনার সহযোগিতা চাই।' এ সময় রেলমন্ত্রী সংসদকে জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জ ডাবল লাইন রেল নির্মাণ পরিকল্পনা সরকারের প্রক্রিয়াধীন রয়েছে। বিদেশি ঋণ বা দেশীয় অর্থায়ন যে কোনোভাবেই হোক তা বাস্তবায়ন করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.