আমাদের কথা খুঁজে নিন

   

বিচারক না থাকায় মামলায় অব্যাহতি পায়নি লিম

ঝালকাঠির মুখ্যবিচারিক হাকিম আদালতের বিচারক না থাকায় র্যাবের করা সরকারি কাজে বাধাদানের মামলায় আজও অব্যাহতি পায়নি পঙ্গু লিমন। এ মামলা থেকে আজ লিমনের অব্যাহতি পাওয়ার কথা ছিল। লিমনের আইনজীবী আককাস সিকদার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর র্যাবের করা অস্ত্র মামলা থেকে আদালত গত ২৯ জুলাই লিমনকে অব্যাহতি দিয়ে অপর মামলার পরবর্তী দিন ধার্য করে। কিন্তু মুখ্যবিচারিক হাকিম আদালতের বিচারক পদ শূন্য থাকায় তৃতীয় বারের মতো এর তারিখ পিছিয়ে আগামী ২১ অক্টোবর ধার্য করেন ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো. শাহীদুল ইসলাম। এ সময় লিমন তার মা হেনোয়ারা বেগম আদালতে উপস্থিত না থাকলেও আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।

অপরদিকে র্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের দায়ের করা লিমনকে হত্যাচেষ্টা মামলার রিভিশনের শুনানির দিন গতকাল ধার্য থাকলে বিচারক না থাকার কারণে তাও অনুষ্ঠিত হয়নি। শুনানির পরবর্তী তারিখ আগামী ৯ অক্টোবর নির্ধারণ করেছে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত।

প্রসঙ্গত, গত ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা দুটি মামলাই প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। গত ১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশ ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে পৌঁছায়। ঝালকাঠি জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউটরকে অনুরোধ করেন। তিনি গত ২১ জুলাই সংশ্লিষ্ট আদালতে আবেদন করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.