আমাদের কথা খুঁজে নিন

   

যুগান্তরের বিরুদ্ধে ভাটারা থানায় দুই মামলা

মিথ্যা তথ্য পরিবেশন করায় দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে রাজধানীর ভাটারা থানায় এ মামলা দুটি দায়ের করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষে প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এ আর রশীদি। মামলা নম্বর যথাক্রমে ২২ ও ২৩। দুটি মামলায় প্রধান আসামী হলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবীর জানান, যমুনা গ্রুপের মালিকানাধীন দৈনিক যুগান্তরে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কাল্পনিক ও মিথ্যা সংবাদ প্রকাশ করে। যাতে গ্রুপের মানহানি ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত ২০১৩) এর ৫৭ ধারায় মামলা দুটি দায়ের করা হয়েছে।

মামলায় অন্য আসামীরা হলেন- দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক ও যমুনা গ্রুপের পরিচালক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলাম এবং দৈনিক যুগান্তরের বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। ইতোমধ্যে মামলা দুইটির তদন্ত কাজ শুরু হয়েছে বলে ভাটারা থানা পুলিশ জানিয়েছে। 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.