আমাদের কথা খুঁজে নিন

   

“গুন্ডে” নিয়ে কিছু কথা

তোমায় গান শোনাবো,তাইতো আমায় জাগিয়ে রাখো... ওগো ঘুমভাঙানিয়া,ওগো দুখজাগানিয়া ...

“গুন্ডে” আর আট দশটা বলিউডি বানিজ্যিক ছবির মতই । নতুন বলতে কিছুই নাই । প্রেম,বন্ধুত্ব,ভুল বোঝাবুঝি,মিলন-বিরহ এবং আইটেম গানসহ সেই চিরপরিচিত একই ফর্মুলা । নতুনত্ব বলতে গেলে যেটা হচ্ছে তা হল যুদ্ধের দামামার ভেতর দিয়েই ছবির শুরু । আর এই যুদ্ধ হচ্ছে পাক-ভারত “তৃতীয় যুদ্ধ”।

এই যুদ্ধের “বাই-প্রোডাক্ট” বা “উপজাত” হিসেবে আবির্ভূত হয়েছে একটি দেশ “বাংলাদেশ” । যেন বাংলাদেশের সার্বভৌমত্ব নিছকই পাক-ভারত যুদ্ধের পরিণতি । এর জন্য পূর্ববাংলার ৯ লাখ মানুষ যে পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে যুদ্ধে শহীদ হয়েছে সেটা শুধুই ভারতের জন্য কিংবা ভারতের অখন্ডতার খাতিরে ! বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এমন উৎকট রসিকতা বোধ হয় তেহরিক-ই-ইনসাফের ইমরান খানও করেননি,কিংবা বিএনপি’র গৃহপালিত বুদ্ধিজীবীরাও করেননি । বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বেই এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো । কারণ বলিউডি ছবির দর্শক সারা বিশ্বেই আছে ।

তাঁদের কাছে একটা জাতির গৌরবময় অস্তিত্বের ভুল বার্তা পৌঁছবে । কোনভাবেই এটা আপোষ করার বিষয় নয় ।

’৭১ এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের সবচেয়ে মহিমাময় অধ্যায় । এখানে বিতর্ক বা অস্পষ্টতার কোনই সুযোগ নাই । আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে আমরা কখনোই খাটো করে দেখিনি ।

বাঙালি জাতি কোনকালেই অকৃতজ্ঞ ছিল না। বন্ধুর মর্যাদা রক্ষার প্রতি এঁরা বরাবরই শ্রদ্ধাশীল ।

“গুন্ডের” শুরুটাই হয়েছে ইতিহাস বিকৃতি দিয়ে । বাংলাদেশ সরকার এর প্রতিবাদ না জানালে বুঝতে হবে আমাদের হীনমন্যতার শেকড় গভীরে ,অনেক গভীরে গেঁথে গেছে ।



সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.