আমাদের কথা খুঁজে নিন

   

গুন্ডে সিনেমা আর আমরা

আমার আমিকে চিনতে চাই । এখনো পেরে উঠছি না ।

আমি সাধারণত সিনেমা আর দেখি না, হিন্দি তো দেখি-ই না । কিন্তু কিছু দিন ধরে আমাদের দেশের সাংবাদিক থেকে শুরু করে ফেইসবুকের সব চেয়ে বিরক্তিকর ছেলে-মেয়েরাও যখন একই বিষয় নিয়ে কথা বলা শুরু করল তখন ভাবলাম এটা না দেখে মন্তব্য করা ঠিক হবে না ।

আমি প্রথমেই বলে নিচ্ছি আমি প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যান ।

তারপরও এই ভাবনায় যতটা পারব নির্মোহ থাকার চেষ্টা করব । যা বুঝার দায়িত্ব পাঠকের । ইন্টেগ্রিটি নিয়ে প্রশ্ন তুললে ভুল হবে । আমি নির্মোহ থেকেই লিখব (যে কাজটা আমাদের সাংবাদিকদের হওয়া উচিৎ ছিল। ) আমাদের দেশের প্রবলেম হল আমাদের কর্ম জনগোষ্ঠীর কোন অংশই আর তাদের নিজেদের কাজ করে না ।

তারা সব ক্ষেত্রেই দলের ব্যাপারে ভাবে । আমাদের এখন আর আবেগ দিয়ে কাজ করলে হবে না । এখন সময় কাজের, আবেগের না- এই কথাটা সব শ্রেণীর মানুষ যতদিন না বুঝবে ততদিন কিছুই হবে না ।

এবারে আসছি আমাদের ব্যাপারে । জেনে রাখা ভালো, হিন্দি সিনেমায় কোনদিনই আইডিএমবির গুরুত্ব ছিল না, এখনো নেই ।

ঐখানে এমন কিছু লোক সিনেমা বানায় যারা ক্রিটিক নিয়ে ভাবে না । তাই যারা আবেগের বশে ভাবছেন রেটিং এ গুন্ডের পয়েন্ট কমিয়ে আপনি দেশের জন্য কিছু করে ফেলেছেন তারা খুব বেশি ফেইসবুকে সময় কাটান । কথা ঐখানে না, আপনি যে কিছু বলছেন ওটা সম্ভবত ওরা কেয়ার করে শুনছেও না, কারণ শুনতে চাওয়ার কোন প্রয়োজন ওদের পড়েনি । কেন পড়েনি তার ব্যাখ্যা দিচ্ছি । কারণ আপনি ওদের সিনেমার বাজার না ।

আপনি যেভাবে সিনেমা দেখেন ওটাতে ওদের কোন লাভ বা লোকসান নেই । তাই আপনি একটা কি দশটা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন ওতে ওদের কিছুই যায় আসে না । এখন বুঝতে পারছেন আমাদের এই দেশের লোকজন কি ভাবছে, এটা নিয়ে ওদের কোনই, বিশ্বাস করুন একেবারেই কোন আগ্রহ নেই । এটাই ব্যবসার নিয়ম । আর নিয়ম অনুযায়ী ওরা ঠিক আছে ।



ব্যবসা ছাড়াও আরও অনেক ভালো প্রভাবক আছে যেটার জন্য ওরা আমার আপনার কথা ভেবে দেখবে না । কারণ আমাদের দেশের থেকে ঐ ইন্ডাস্ট্রি কিছু আশা করে না, ভেবে দেখুন ওরা আপনাকে আমাকে কেয়ার-ই করে না ! আমাদের দেশের মানুষদের ভুল আমি দেখতে পাচ্ছি । রুনা লায়লার পর কেন কেউ বলিউডে গাইতে গেল না এই প্রশ্ন আমরা ভেবে দেখেছি কি ? আপনি হয়ত বলবেন জেমস এর কথা, কিন্তু জেমস যায় নি ওকে ডেকে নিয়ে গিয়েছে । এখন বলবেন আপনার কি ঠেকা পরসে ঐখানে গান গাওয়ার? আছে ভাই ঠেকা আছে, কারণ আপনি ওদের গান শুনেন, সিনেমা দেখেন । মুম্বাই এ যদি আমাদের আজকের রুনা লায়লা থাকত তাহলে তার একটা সংবাদ সম্মেলন-ই আমার আপনার হাজারো ফেইসবুকের ঝড় থেকে কার্যকর হইত ।

মেহেরপুরের আসিফ আজিম যদি ঐ দেশের টপ মডেল হয় তাহলে আরও কিছু লোক গেলে ক্ষতি কি ? ভাবছেন, আসিফ কেন কিছু বলল না? কারণ ও একা । আরও আছে জয়া মাসুদ (জয়া আহসান নামে বেশি পরিচিত), পিয়া, প্রভারা যদি দেশি সিনেমার জন্য কাপড় খুলতে পারে তাহলে ঐ দেশের সিনেমায় খুললে ক্ষতি কি ?

এই দেশে বসে চিৎকার করলে কিছুই হবে না । ঐ দেশে গিয়ে ওদের গ্রাউন্ডে যদি ফাইট করে যদি জিততে পারেন তাহলে আর কিছুই লাগবে না । পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলার আগে ওরা ভাবে । কারণ ওদের শিল্পীরা ঐখানে সফল এবং পাকিস্তান ইন্ডিয়ান সিনেমার অনেক বড় একটা বাজার ।

আপনার যখন যোগ্যতা হয়ে যাবে, সেদিন ওরা আপনাকে আনবে, মানতে বাধ্য । যে রেহমান সোবহানের বই ইন্ডিয়াতে পড়ান হয়, সেই লোককে এই দেশে খুব বেশি লোক চিনেই না । আমাদের দেশে যোগ্য লোকদের সম্মান দিতে শিখতে হবে । যে ইয়ুনুসের কথা শুনতে বড় প্রোফেসররা মাটিতে বসতে রাজি তাকে নিয়ে দুই দল রাজনৈতিক কাজে ব্যবহার করছে । এই দেশের কিছু সাংবাদিক আইডিএমবির পয়েন্টকে খুব বড় করে দেখাচ্ছে হিন্দি সিনেমার ক্ষেত্রেও, শুধু সস্তা দেশপ্রেমিকের উপাধি পাওয়ার জন্য ।

এতে যে লাভের লাভ কিছুই হচ্ছে না, তা বলছে না ।

প্রথমে প্রিয়াঙ্কার কথা বললাম এই কারণে যে আমি আপনি সবাই ওকে দেখি । ওর সব সিনেমা আমাদের কথা মত হবে এটা ভেবে নিলে ভুল হবে । আমরা যেদিন ঐখানে গিয়ে সিনেমা বানাব ঐদিন আমাদের কথা মত প্রিয়াঙ্কারা নাচবে, কোন প্রশ্ন না করেই । ভাবছেন আমাদের দিয়ে কেন বানাবে? বলে রাখি সেখর কাপুর কে দিয়ে হলিউডে 'এলিজাবেথ' বানান হয়ে ছিল ।

আমি আপনি ঐ যোগ্যতা করতে পারলেই হবে । আর যদি ওইটা না করতে পারেন তাহলে আপনার দেশপ্রেমের জজবা কোন কাজে লাগবে বলে মনে হয় না ।

অনেক তো আবেগ হল, এবার একটু কাজের দিকে তাকান । আবেগ আপনাদের ৪১ বছরে যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকলে কিছু বলার নেই, কিন্তু যদি আপনি খুশি না থাকেন তাহলে বদলান । আবেগ দিয়ে না, কাজ দিয়ে ।

আর আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার বলেছেন, ''যে যার জায়গায় ঠিক মত কাজ করাই দেশপ্রেম । " তাহলেই বাকের ভাইদের আর সিনেমার পর কিছু বলা লাগবে না । সিনেমার প্রিমিয়ারেই বলতে পারবেন । তখন আমার আপনার কথার দাম থাকবে । ওদের গ্রাউন্ডেই ওদের সাথে যুদ্ধ করে জিততে হবে ।

কারণ ওরা যে গ্রাউন্ডে খেলছে ওটাই এখনকার জায়গা । এই যুগে ব্যবসা আগে, আবেগ নয় । যোগ্যতা আগে, অর্থহীন চিৎকার নয় । টাকা আগে, ফেইসবুকে অযথা লাফালাফি নয় । এক 'গুন্ডে' সিনেমা আপনার রক্তের দামে কেনা দেশকে নিয়ে এখন যা ইচ্ছা বলছে, আপনি কিছুই বলতে পারছেন না।

এতেও না বুঝলে কিছু বলার নাই। আপনি ফেইসবুকে আরও কিছু লিখুন, শান্তি পান ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.