আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদপত্রকে শিল্প ঘোষণা

সরকার সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদপত্র মালিক সমিতির নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আশা প্রকাশ করে বলেছেন, এর ফলে দেশে শক্তিশালী সংবাদপত্র শিল্প গড়ে উঠবে। সংবাদপত্রকে শিল্প ঘোষণার দাবি চলে আসছে স্বাধীনতার আগে থেকেই। গত চার দশকে এ ব্যাপারে প্রতিশ্রুতি ছাড়া বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আশা করা যায়, মন্ত্রীর এ ঘোষণা অচিরেই বাস্তবে রূপ নেবে। গেজেট প্রকাশের মাধ্যমে সরকারের এ সিদ্ধান্তটি যথাযথভাবে কার্যকর করা হবে। এ দেশের সংবাদপত্র নানা প্রতিকূলতার মধ্যেও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিবিম্ব হিসেবে ভূমিকা পালনের চেষ্টা করেছে। দেশের স্বাধিকার সংগ্রামে জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা ছিল অবিস্মরণীয়। স্বাধীনতার পর প্রতিটি গণতান্ত্রিক সংগ্রাম সংবাদপত্রের জোরালো সমর্থনে অভিষিক্ত হয়েছে। ওয়ান-ইলেভেনের সময় সংবাদপত্রের সাহসী ভূমিকা অসাংবিধানিক শাসনকে ঠেকিয়ে রাখে। দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনে সংবাদপত্রের অঙ্গীকারাবদ্ধ ভূমিকাকে যে কারণে স্বীকার করা হয়। সংবাদপত্র মালিকদের সঙ্গে বৈঠকে এ বিষয়টির প্রতি আলোকপাত করে শিল্পমন্ত্রী বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এর ফলে দেশে ধারাবাহিকভাবে সংবাদপত্র শিল্পের বিকাশ ঘটছে। সংবাদ পরিবেশনায় ব্যক্তি ও দলের ঊধের্্ব থেকে জাতীয় স্বার্থে অবদান রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রীর এ আহ্বানের সঙ্গে দ্বিমত পোষণের সুযোগ কম। আমরা আশা করব, সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা এ শিল্পকে টিকে থাকার ক্ষেত্রে বাড়তি সহায়তা জোগাবে। সাংবাদিক-কর্মচারীদের জীবন-জীবিকা নির্বাহে তা ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারলে তা হবে এক বিরাট অর্জন। আমরা সংবাদপত্রকে শিল্প ঘোষণার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং আশা করতে চাই সংবাদপত্রকে সেবামূলক শিল্প হিসেবে দেখা হবে এবং এ শিল্প যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তা নিশ্চিতকরণে সম্ভাব্য সব কিছুই করা হবে। সংবাদপত্র শিল্পের জন্য নামমাত্র সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং কর রেয়াতের সুবিধাও দেওয়া উচিত । সরকারি বিজ্ঞাপনের পরিমাণ ও মূল্য বাড়িয়ে সংবাদপত্র শিল্পকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করা হবে। শিল্প ঘোষণা সংবাদপত্র শিল্পকে আরও দায়িত্বশীল করে তুলবে এমনটিও প্রত্যাশিত। যা ইচ্ছা তাই নয়, যা দেখব তা-ই লিখব- এ প্রত্যয় শক্তিশালী হলে তা হবে এক বিরাট অর্জন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.