আমাদের কথা খুঁজে নিন

   

সাহিত্য বাজার সাহিত্য সম্মেলন:সোহরাওয়ার্দী উদ্যানে চা চক্র

বিষয় : সাহিত্য বাজার সাহিত্য সম্মেলন ও বইমেলায় উপলক্ষে উৎসব উদযাপন পরিষদের বৈঠক ও সংবাদ সম্মেলন। (প্রতিনিধি না পাঠানোর অনুরোধ)

স্থান : সোহরাওয়ার্দী উদ্যান-এর ছবিরহাট সংলগ্ন আমীর-এর চা দোকান।
সময় : সন্ধ্যা ৭টা, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০১৪।

সম্মানীতজন,
শুভেচ্ছা গ্রহণ করুন। নিচের সংবাদটি আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা বা সংবাদ গণমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করলে আমরা খুবই উপকৃত এবং কৃতজ্ঞ হব।



সাহিত্য বাজার পত্রিকার উপদেষ্টামণ্ডলীর
কবি আসাদ চৌধুরী
কথাসাহিত্যিক আতা সরকার
নাট্যভিনেত্রী ও নির্দেশক সারা যাকের

চ্যানেল আইয়ের নির্বাহী প্রযোজক ছড়াকার আমীরুল ইসলাম ছাড়াও সাহিত্য সম্মেলন ও বইমেলাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উপদেষ্টা পর্ষদে যুক্ত হয়েছেন ময়মনসিংহের বিশিষ্ট ব্যক্তিত্ব
গীতিকার শহীদুল্লাহ ফরায়জী,
কবি এ.এফ. আকরাম হোসেন,
গল্পকার মোশাররফ করিম,
সাংবাদিক আমিনুল হাসান,
অধ্যাপক নজরুল হায়াত
এবং কবি ইয়াজদানী কোরায়শী।

উপদেষ্টা পর্ষদের পরামর্শক্রমে পরবর্তী করণীয় নির্ধারণ করতে ও যাবতীয় বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য উপদেষ্টা আমীরুল ইসলামের সভাপতিত্বে আগামি ২২ ফেব্রুয়ারি শনিবার ২০১৪, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আমীর হোসেন-এর চা দোকানে ঢাকা কেন্দ্রিক উৎসব কমিটির জরুরী বৈঠক আহ্বান করেছেন উৎসব আহ্বায়ক সালাম খোকন।
এতে সমন্বয়ক ময়মনসিংহের স্বাধীন চৌধুরী ও সহিদ আমিনী রুমি ছাড়াও উপদেষ্টা গীতিকার শহীদুল্লাহ ফরায়জী ও কবি এ.এফ. আকরাম হোসেন উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
তাই জরুরীভাবে উৎসব উদযাপন পরিষদের সদস্য ও বন্ধু চ্যানেল আই-এর আরেফিন ফয়সল, দি সান পত্রিকার প্রধান প্রতিবেদক সাংবাদিক দূর্জয় রায়, দৈনিক ভোরের কাগজের কিশোর কুমার, যুগান্তরের শফিউল আলম রাজা, সমকালের এসএম মুন্না, প্রথম আলোর মাসুম অপু, জনকণ্ঠের মনোয়ার হোসেন ও যায়যায়দিনের দীপন নন্দীসহ কবি সেলিম বালা, কবি মানস বিশ্বাস, মাছরাঙা টেলিভিশনের সিনিয়র প্রযোজক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, গাজী টেলিভিশনের সিনিয়র প্রযোজক উষ্ণিষ চক্রবর্তী ও গল্পকার সায়েম বিশ্বাস প্রমূখদের নিয়ে এক চা চক্রের আয়োজন করা হচ্ছে। এতে উল্লেখিত সদস্য ও বন্ধুদের সবাইকে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন সাহিত্য বাজার সম্পাদক আরিফ আহমেদ।



স্থান : সোহরাওয়ার্দী উদ্যান-এর ছবিরহাট সংলগ্ন আমীর-এর চা দোকান।
সময় : সন্ধ্যা ৭টা, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০১৪। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.