আমাদের কথা খুঁজে নিন

   

মহান একুশে এবং ভারতীয় 'গুন্ডা' মুভি!




আমি এই ভারতীয় ‘গুন্ডা’ মুভিটা সম্পর্কে বেশ কিছুদিন ধরেই শুনছিলাম। এই মুভিটা দেখার আগ্রহ ছিল একটা কারণেই এবং সেটা হচ্ছে প্রিয়াংকা চোপড়া। মহিলা দারুণ সুন্দরী এবং রাম-লীলা মুভিতে তার একটা আইটেম সং দেখে আমার মোটামুটি হয়ে যাওয়ার মতো অবস্থা।

যাইহোক, বন্ধুবান্ধবদের স্ট্যাটাস দিনকে দিন অগ্নিদগ্ধ করছিলো এবং ভাবছিলাম এরা আমাদের মুক্তিযুদ্ধকে কিভাবে ছোট করেছে সেটা মুভিটা না দেখে বলা ঠিক হবেনা। কিন্তু বুঝতে পারছিলাম শ্রীমঙ্গলের তীব্র শীতের মধ্যেও আমার মেজাজ গরম হচ্ছিল এই ভেবে যে ভারতের কেউ বা কেউ কেউ আমাদের মুক্তিযুদ্ধকে ছোট করে দেখেছে এবং এ বিষয়ে আমার কিছু বলা উচিৎ।



যতদিন যাচ্ছিল আমি মুভিটি দেখার আগ্রহ হারাচ্ছিলাম এবং ঠিক করলাম আমি মুভিটা দেখবোনা। আমার মুক্তিযুদ্ধ কত মহান ছিল এবং এ বিষয়ে কেউ কিছু বললে তার জবাব দেবার জন্য আমার তাদের বস্তাপচা মুভি দেখার দরকার নাই, ভারতের একটা চলচ্চিত্র সম্পর্কে মন্তব্য করার জন্য আমার বন্ধুদের ফেইসবুকের স্ট্যাটাসই যথেষ্ট।

এটা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ যতদিন পাকিস্তানের অংশ ছিল, ততদিন কখনই ভারত পাকিস্তান সাথে কোন সম্মুখ সমরযুদ্ধে জেতেনি। ১৯৭১ সালে পাকিস্তানী আর্মি আক্রমণের পর আমাদের সাধারণ মানুষকে আশ্রয় এবং গেরিলাদের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে সহায়তা করার জন্য আমরা ভারতীয় জনগণ এবং তাদের সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু পাকিস্তানী আর্মিকে পিটিয়ে তক্তা বানাচ্ছিলো আমাদের মুক্তিবাহিনী-ই এবং ডিসেম্বরের দিকে এসে তারা মোটামুটি মোটা মাথার পাকিস্তানী বাহিনীর শরীরের রক্ত শুষে নিয়েছিল।

ওই সময়ে পাকিস্তান এবং ভারত একে অপরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় এবং বাংলাদেশের সাথে ভারতও ওই যুদ্ধ বিজয়ের স্বাদ পায়।

এটা পরিষ্কার ভারত যুদ্ধে এসেছিল নিজেদের স্বার্থে, তাতে আমাদের কোন আপত্তি নাই। আমরা মনে করি ভারত সরকারের উচিৎ ‘গুন্ডে’ চলচ্চিত্রের সাথে সম্পর্কিত সকল ভারতীয় শুয়োরের বাচ্চার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাতে সাধারণ এবং তরুণ ভারতীয়রা একটা ভুল ইতিহাস না জানে। এটা করা উচিৎ তাদের নিজেদের স্বার্থেই।

মহান অমর একুশের প্রাক্কালে শহীদদের শ্রদ্ধা জানাই।

আগামীকাল বিকেল থেকে বইমেলায় শুদ্ধস্বর স্টল নাম্বার ৩৯-৪১ এ থাকবো একফোঁটা বৃষ্টি হতে যদি নিয়ে :

I have been hearing about this fucking Indian movie called ‘Gunday’ and I was not giving much shit to it. I have seen my friends and colleagues were extremely angry and annoyed about the content of the movie that it has ignored the glorious liberation war of Bangladesh against Pakistan during 1971 and tried to put it as a war between Pakistan and India.

First I thought I would watch the movie as Priyanka is a hot chick and perhaps I would see what they tried to say. Later on I started growing extreme annoyance about what they have done with the movie and the way they ignored real facts just by reading facebook statuses and movie reviews in newspapers.

I realized I don’t wanna watch this movie to see what they have said. I rather decided to share what I think despite their movie masti! When Bangladesh was a part of Pakistan, India never managed to beat Pakistan in a war, never ever! During 1971, when Pakistani Army started killing innocent Bangladeshis, the general mass stood up against those brutal animals that were then known as Pakistani Armies. We are grateful to Indian people and their government for the support extended to us during that period.

But it was Bangladeshi general mass who have fought against Pakistani Army and beat them badly throughout the country. Pakistani armies got badly fucked and was about to lose the war. India for their own purpose stepped into the war during December of 1971 and India and Pakistan declared war against each other. It was an already won war and Bangladesh won the war against Pakistan with pride and dignity.

All I want to say is that we are fine with Indian people and their government for their role during our war against Pakistan. However, Indian government should investigate and fuck the asshole who made this ‘Gunday’ movie right away for being so ignorant and being a total ass. They should do it for their own purpose so that we don’t consider other Indians as stupid as those who were involved in this movie!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.