আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার সব ভাষাই এসেছে আল্লাহর পক্ষ থেকে

দুনিয়ার সব ভাষাই এসেছে আল্লাহর পক্ষ থেকে। মহান স্রষ্টা মানুষকে সৃষ্টির পরপরই ভাষাজ্ঞান দান করেছেন। দুনিয়ায় যে শত শত ভাষা রয়েছে তা আল্লাহর বিশেষ কুদরত। বাংলা ভাষা দুুনিয়ার অন্যতম ভাষা। এ ভাষাও মহান আল্লাহর দান। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা সেহেতু এ ভাষার প্রতি মমত্ববোধ আমাদের সবারই কর্তব্য। মাতৃভাষাকে ভালোবাসা প্রতিটি মুসলমানের জন্য সুন্নত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাতৃভাষার প্রতি মমত্ববোধ করতেন। বিশুদ্ধভাবে তাঁর মাতৃভাষা আরবি চর্চায় তিনি ছিলেন পথিকৃৎ। পবিত্র কোরআন মাতৃভাষার মর্যাদাকে স্বীকার করেছে মহিমান্বিতভাবে। সূরা ইব্রাহিমের ১৪ নম্বর আয়াতে আল্লাহ সব নবীকে তাদের স্বজাতির ভাষায় পাঠানোর কথা বলেছেন। যাতে তাঁরা আল্লাহর কথা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। মেশকাত শরিফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষী হিসেবে যে গর্ববোধ করতেন তা স্পষ্ট করা হয়েছে। আরবি ভাষা পবিত্র কোরআনের ভাষা। এ ভাষায় অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন। আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন আরবিভাষী। রাসূলুল্লাহর মাতৃভাষা আরবিতে আল্লাহ তাঁর কাছে ওহি প্রেরণ করেছিলেন। আখেরি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব নবীর কাছে আল্লাহর ওহি প্রেরিত হয়েছে তাও পাঠানো হয়েছে নবীদের মাতৃভাষায়।

কোরআনের ভাষা হিসেবে আরবি ভাষা দুনিয়ার সব মুসলমানের কাছে বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহর ইবাদতের জন্য মুসলমান হিসেবে আমরা আরবি ভাষার মুখাপেক্ষী হতে বাধ্য। একইভাবে দৈনন্দিন জীবনে ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য প্রয়োজনে মাতৃভাষা বাংলার বাইরেও যে কোনো ভাষা শিক্ষার প্রয়োজন হতে পারে। দুনিয়ার সব ভাষা যেহেতু আল্লাহর সৃষ্টি এবং তাঁর মহান নেয়ামত সেহেতু কোনো ভাষাকে অবজ্ঞা করার অবকাশ নেই। আল্লাহ আমাদের মাতৃভাষার চর্চাসহ বিভিন্ন ভাষা শিক্ষা ও চর্চার তাওফিক দান করুন।

লেখক : ইসলামী গবেষক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.