আমাদের কথা খুঁজে নিন

   

রোহিঙ্গা সংকট: সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ওয়াশিংটনে পররাষ্ট্র সচিব মো. শহীদুল ইসলামের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন (পিআরএম) বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী অ্যান রিচার্ড এ সমর্থনের কথা জানিয়েছেন।

মিয়ানমারের রাখাইন প্রদেশে রাখাইন-রোহিঙ্গাদের জাতিগত সহিংসতায় পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। প্রশাসনকে ফাঁকি দিয়ে মিয়ানমারের যেসব নাগরিক এদেশে বসবাস করছে তাদের সনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর একটি উদ্যোগ নিয়েছে সরকার।

গত সেপ্টেম্বরে এ বিষয়ক একটি প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোহিঙ্গাদের নিয়ে ওই উদ্যোগের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী এবং তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ‘পূর্ণ সহযোগিতার’ আশ্বাস দিয়েছেন।

রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আশ্বাস দেন তিনি।

ফাইল ছবি

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, কুতুপালং ও নয়াপাড়া শরণার্থী শিবিরে নিবন্ধিত ৩০ হাজারসহ দুই লাখের বেশি রোহিঙ্গা রয়েছে।

এর বাইরে আরো প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন বলে সরকারের পক্ষ থেকে বলা হয়ে থাকে।

সন্ত্রাসবাদ দমনে গঠিত তহবিল নিয়ে একটি বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফর করছেন পররাষ্ট্র সচিব।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি রোজ গোটেমেয়েলারের সঙ্গে বৈঠক করেন সচিব।

নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা হয় তাদের।

এর বাইরে যুক্তরাষ্ট্রের আরো কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব শহীদুল ইসলাম।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.