আমাদের কথা খুঁজে নিন

   

লালে লালেশ্বরি--------ভূমী ( বারিশাইল্যাদের জন্য একটা মাস্ট লিসেন মার্কা গান!! )

আসবে সময় আমাদেরও, হাসবে তখন মহাকাল। মিশবে তখন ধুলোতে, জীর্ণ নীতির কঙ্কাল। মুক্তির পথ ধরে, অধিকার ঘরে ঘরে। নিকশ কালোরা আর বুনবে না জাল! লালে লালেশ্বরি, চোখে চছমা পরি, হাতে লেডিছ ঘড়ি, যাবে শ্বছুর বাড়ি। ।

হায় হায় হায়!! বন্ধু আমার!করবি কি তুই গিয়া?? বরিশালের মাইয়াটারে করবি নাকি বিয়া?? বিয়া করুম না আগে, দেখুম মাইয়া। রান্নাবান্না জানে কিনা, দেখুম তা খাইয়া। । এই গান নিয়া আর বেশি কিছুই কলাম না কাহা!! মজা থাকব না তাইলে। ।

কিন্তু একটাই আফসোস গানটা কলকাতার। এইসব বিচিত্র জিনিস নিয়া আমাদের দেশে কেও গায় না। । এদেশের শিল্পিকুল খালি প্রেম-প্রিতির ১৪ গুষ্ঠি উদ্ধারেই ব্যাস্ত থাকে। ।

মাঝে মাঝে মন চায় নিজেই গান গাওয়া শুরু করি। । কিন্তুক আফসোস কোনকালে গান গাওয়াটা শিখলাম না। । যারা বরিশাইল্যা আছেন চার হাত পা তুইলা গুতা দিয়াই ডাউনলোড শুরু করেন!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।