আমাদের কথা খুঁজে নিন

   

বালুচরের গান-৭৫

মানুষ কেন আসে ভবে মানুষ কেন যায়
সব হিসাবের হিসাব রাখে আমার বিধাতায় । ।

মানুষ বানাই ছাড়লে যারে
মৃত্যু কেন দিলে তারে
যমে কেন নেয় গো তারে ফালতু ওছিলায়। ।

যখন ইচ্ছে নাও গো তুলে
সময় হিসেব যাও না ভুলে
কেউ জানেনা কখন কোথায় কে যে অসহায়।



যুক্তি দিয়ে যায় না ধরা
জীবন মানে সর্বহারা
এমন ছবি ভাসে সদাই মনেরই আয়নায় । ।

কোনটা জীবন কোনটা মরণ
সবখানে হয় একই ধরন
সত্য শুধু খোদা তুমি আমারই ভাবনায় । ।


সব হিসাবের হিসাব রাখে আমার বিধাতায় । । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।