আমাদের কথা খুঁজে নিন

   

বালুচরের গান-৭৯

মায়ের সমান পৃথিবীতে কে আছে রে আর
ও মন ভেবে দেখ একবার ।
মায়ের সমান পৃথিবীতে কে আছে রে আর । ।

আদর সোহাগ দিয়ে কে আর
নেয়রে টেনে বুকে
নিজের কষ্ট কে যায় ভুলে
সন্তানেরই দুখে । হায়রে সন্তানেরই দুখে ।



তুলনা নাই পৃথিবীতে
মায়ের অবদান
মায়ের আদর মায়ের স্নেহ
সাগরের সমান । হায়রে সাগরের সমান ।

এই মায়েরে যাসনে ভুলে
করিসরে কদর
মায়ের দোয়ায় বাড়াসরে তোর
পূণ্যেরই নহর । ও মন পূণ্যেরই নহর ।

মা ছাড়া এ সংসারেতে
সবই অন্ধকার
মায়ের মনে আঘাত দিলে
হবেরে ছারখার ।


মায়ের সমান পৃথিবীতে কে আছে রে আর
মায়ের মনে আঘাত দিয়ে হসনারে ছারখার ।

ও মন ভেবে দেখ একবার । ।
মায়ের সমান পৃথিবীতে কে আছে রে আর
ও মন ভেবে দেখ একবার । ।



আদর সোহাগ দিয়ে কে আর
নেয়রে টেনে বুকে
নিজের কষ্ট কে যায় ভুলে
সন্তানেরই দুখে । হায়রে সন্তানেরই দুখে ।

তুলনা নাই পৃথিবীতে
মায়ের অবদান
মায়ের আদর মায়ের স্নেহ
সাগরের সমান । হায়রে সাগরের সমান ।

এই মায়েরে যাসনে ভুলে
করিসরে কদর
মায়ের দোয়ায় বাড়াসরে তোর
পূণ্যেরই নহর ।

ও মন পূণ্যেরই নহর ।

মা ছাড়া এ সংসারেতে
সবই অন্ধকার
মায়ের মনে আঘাত দিলে
হবেরে ছারখার ।
মায়ের সমান পৃথিবীতে কে আছে রে আর
মায়ের মনে আঘাত দিয়ে হসনারে ছারখার ।

ও মন ভেবে দেখ একবার । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।