আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যবর্তী নির্বাচন নয়, পাঁচ বছর ক্ষমতায় থাকব: এরশাদ

রোববার সাংগঠনিক সফরে এসে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ আরো বলেন, “মধ্যবর্তী নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কী জানি না। তবে আমার মতে, দেশে মধ্যবর্তী নির্বাচন করার মতো কোনো অবস্থা তৈরি হয়নি। ”

“কারণ জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। কাজেই আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকব ইনশাআল্লাহ,” বলেন এইচ এম এরশাদ।

বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশগ্রহণ ছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত সংসদ নির্বাচন নিয়ে যা হয়েছে, হয়েছে। এখন সংসদ বসেছে, সংসদ গ্রহণযোগ্য হয়েছে, সংসদ চলবে।

উপজেলা নির্বাচনে জাপা প্রার্থীদের ভরাডুবি নিয়ে এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, এটা লাঙল মার্কার নির্বাচন নয়।

তবে জাতীয় পার্টি করেন এমন একাধিক প্রার্থী নির্বাচনে থাকায় ফলাফল ভাল হয়নি বলে মন্তব্য করেন তিনি। তবে তার দলে কোনো কোন্দল নেই বলেও এ সময় দাবি করেন এরশাদ।

কুড়িগ্রাম থেকে ফেরার সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “নির্বাচনের ফলাফল ভাল করে পড়েন। আমাদের চেয়ে জামায়াত বেশি ভোট পেয়েছে, বেশি উপজেলায় বিজয়ী হয়েছে, আমাদের লজ্জা করে। ”

তবে এ সময় তিনি কোনো প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা চালানো থেকে বিরত থাকেন। তবে, দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।

দুপুরে রংপুর থেকে কুড়িগ্রামে পৌঁছলে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.