আমাদের কথা খুঁজে নিন

   

চার জেলায় বিএনপির ৪৫ নেতা-কর্মী হাজতে

পৃথক মামলায় কুমিল্লায় ১১, মেহেরপুরে ১৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৮ ও পিরোজপুরে ১৩ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে জামিন নামঞ্জুর করে গতকাল জেল-হাজতে পাঠিয়েছেন আদালত।

কুমিল্লা : দক্ষিণ জেলা যুবদলের সভাপতি অমিরুজ্জামান আমির, জেলা ছাত্রদলের সভাপতি উদবাতুল বারী আবুসহ ১১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ২৬ নভেম্বর পুলিশের সঙ্গে ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের সংঘর্ষে নিহত হন ছাত্রদল কর্মী দেলোয়ার হোসেন। এ ঘটনায় পুলিশের করা মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাদের হাজত পাঠানোর নির্দেশ দেন। মেহেরপুর : জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেনসহ ১৩ জনকে হাজতে পাঠিয়েছেন আদালত। হরতাল ও অবরোধে ভাঙচুর ও নাশকতার অভিযোগে পুলিশের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। ব্রাহ্মণবাড়িয়া : রেলে নাশকতার মামলায় কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতার জামিন নামঞ্জুর করে হাজতে পাঠিয়েছে আদালত। এদের মধ্যে রয়েছেন কসবা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মাসুদুল আলম। পিরোজপুর : জেলা বিএনপির সহ-সভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম খানসহ বিএনপি ১৩ জনকে হাজতে পাঠিয়েছেন আদালত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.