আমাদের কথা খুঁজে নিন

   

মমতার এবার ত্রিপুরা মিশন

জাতীয় রাজনীতিতে আত্মপ্রকাশের মঞ্চ হিসেবে তৃণমূলন নেত্রী মমতা বন্দোপাধ্যায় এবার বেঁছে নিলেন আর এক বামদুর্গ ত্রিপুরাকে। আজ মঙ্গলবার আগরতলার বিবেকানন্দ মাঠে সভা করতে চলেছেন তিনি। সভায় হাজির থাকবেন মুকুল রায়, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সব্যসাচী দত্ত।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঠেকাতে একই দিনে ১০০ দিনের কাজের চেক বিলি করার ঘোষণা করেছে বাম শাসিত ত্রিপুরা সরকার। তবে ত্রিপুরার তৃণমূল নেতারা বলছেন, এগুলো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকানো যাবে না।

সম্প্রতি নয়াদিল্লিতে আন্না হাজারের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ত্রিপুরার দু’টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল। উত্তর-পূর্বে ভাল ফল করতে মরিয়া তৃণমূল। তাই লোকসভা নির্বাচনী প্রচারের ফিতে কাটার স্থান হিসেবে বেছে নিলেন ত্রিপুরাকেই। ত্রিপুরার পর বুধবার কংগ্রেস শাসিত অসমে জনসভা করবেন মমতা।

লোকসভা ভোটের আগেই তৃণমূল ‘থিংক ট্যাংক’ হিসেবে পেয়ে গিয়েছে আন্না হাজারেকে।

মার্চ মাসে দিল্লিতে আন্নাকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। রাজধানীর সাতটি লোকসভা আসনেই তৃণমূল প্রার্থী দেবে বলেও এদিন ঘোষণা করেন তিনি। ভোট প্রচারে ‘দিদি’র রাজ্যের বাইরে পা রাখা সম্পর্কে বুধবার মুকুল রায় বলেন, ‘৩০ জানুয়ারি ব্রিগেড সমাবেশে দিল্লিতে সরকার বদলের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশব্যাপী প্রার্থী দেওয়ার ঘোষণাও করেছিলেন তিনি। সেই লক্ষ্যেই বাংলার বাইরে আগরতলা থেকে প্রচার শুরু করছি আমরা৷ পাশাপাশি এদিন তৃণমূল ভবনে ঝাড়খণ্ড পিপলস পার্টির (জেপিপি) শীর্ষ নেতা সুরজ সিংহ বেসরাকে পাশে বসিয়ে তৃণমূল-জেপিপি জোটের ঘোষণা করেন।

তিনি বলেন, ‘লোকসভা ভোটে ঝাড়খণ্ডের ১৪টি কেন্দ্রে তৃণমূল-জেপিপি-র আসন সমঝোতা হয়ে গিয়েছে। ’

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।