আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশি হয়রানী এখন সেলবাজারে

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে । হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে।

আমাদের দেশে সব কিছুই যেন মন্দ দিকে যাবে এটাই নির্ধারিত। অনলাইন ভিত্তিক ক্লাসিফাইড সাইটগুলো হওয়াতে মানুষের যে কতটা উপকার হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। টাকার প্রয়োজনে বা পুরানো কোন জিনিস বিক্রি করতে হলে আগে তা পানির চেয়েও কম মূল্যে বিক্রি করতে দিতে হতো সঠিক ক্রেতার অভাবে ।

এখন এইসব সাইটগুলো কল্যাণে সন্তোষজনক মূ্ল্যে বিক্রি করা যাচ্ছে এবং এতে ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছে। কিন্তু এখানেও যেন অবধারিত ভাবে ঢুকে গেছে পুলিশি হয়রানি মানে চাঁদাবাজি।

আমার এক বন্ধু পুরানো এন্টিক কয়েন সংগ্রহ করে। তার কাছের অতিরিক্ত কয়েনগুলো বিক্রির জন্য আমারই পরামর্শে সেলবাজারে এড দেয়। দুই দিন পর একজন ফোন করে বলে, সে তার সবগুলো কয়েন কিনতে আগ্রহী।

পরদিন সকাল ১০ টায় কয়েনগুলো নিয়ে আমার বন্ধুর বাসার কাছেই দেখা করবে বলে। পরদিন সকালে আমার বন্ধু কয়েন নিয়ে সেই জায়গায় অপেক্ষা করতে থাকে, কিছুক্ষণ পর ৩/৪ জন পুলিশ এসে আমার বন্ধুকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। আমার বন্ধু জানতে চায় তার কি অপরাধ? পুলিশ বলে তুই অবৈধ্য মুদ্রা লেনদেনের সাথে জড়িত, আমাদের কাছে ইনফরমেশন আছে। আমার বন্ধু কাছে তখন বিক্রির জন্য আনা প্রায় ২০ টা বিভিন্ন কয়েন ছিল। পুলিশরা তখন সেই কয়েনগুলো বন্ধুর কাছ থেকে নিয়ে বলে, এগুলো তার প্রমাণ।

তোকে চালান দিয়ে দিব ৭/৮ বছরের জেল হয়ে যাবে। আমার বন্ধুর ফ্যামিলি খুবই নিরীহ ভদ্র টাইপে, এই অবস্থাটা সে তার পরিবারকে লজ্জায় জানতে পারছিল না। পরে আমাদের কয়েজন বন্ধুকে ফোন দিয়ে জানায়, আমার পরে কিছু টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনি।

আমিও পুরানো এন্টিক কয়েন সংগ্রহ করি। আমার কাছেও অতিরিক্ত যে যেগুলো আছে।

সেগুলো বিক্রির জন্য এড দেয়া ছিল। সেদিনের ঘটনার পর আমিও সেগুলো ডিলিট করে দিয়েছি।


নোটঃ ফোন কারী ব্যক্তিটি ছিল পুলিশের সোর্স।
ঘটনাটি ঘটছে মিরপুর এলাকায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.